আদিবাসীবিষয়কমন্ত্রক
ইএমআরএস – এর হস্টেলগুলিতে স্বাস্থ্য, স্বচ্ছতা এবং লিঙ্গ-ভিত্তিক সুবিধা
Posted On:
20 AUG 2025 1:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ শ্রীমতী মহুয়া মাজির একটি তারকা চিহ্নিত নয়, এমন প্রশ্নের জবাবে রাজ্যসভাকে জানান যে, রাজ্য ইএমআরএস সোসাইটির সঙ্গে সমন্বয়সাধন করে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় পরিচালনাকারী একটি স্বশাসিত সংস্থা আদিবাসী পড়ুয়াদের স্বাস্থ্য, স্বচ্ছতা এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। রেকারিং গ্রান্ট – ইন – এইড (জেনারেল) – এর আওতায় এনইএসটিএস ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত শিক্ষার্থী পিছু বার্ষিক ১,০৯,০০০ টাকা বরাদ্দ করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে তা বাড়িয়ে ১,৪৭,০৬২ টাকা করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা ব্যয়, সিবিএসই-র ফী, স্টেশনারি, স্কুল ব্যাগ এবং স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যকর পরিবেশে পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য রাঁধুনি এবং মেস সহায়ক নিয়োগের জন্যও নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হয়েছে। ছেলেমেয়েদের আলাদা হস্টেল এবং সেখানে থাকা-খাওয়ার আলাদা জায়গা থাকা বাধ্যতামূলক। প্রতিটি ইএমআরএস – এর শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের চাহিদা পূরণের জন্য একজন পরামর্শদাতা এবং একজন মহিলা স্টাফ নার্স রয়েছেন।
রাজ্য সরকারগুলিকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়া রুখতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট নথিভুক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
SC/PM/SB
(Release ID: 2158363)