মহাকাশদপ্তর
শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান ভারতের "বিশ্ববন্ধু" ভাবমূর্তিকে তুলে ধরছে
प्रविष्टि तिथि:
18 AUG 2025 6:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অগাস্ট, ২০২৫
শুভাংশু শুক্লার মহাকাশ অভিযানের মাধ্যমে ভারতের “বিশ্ববন্ধু” ভাবমূর্তিকে তুলে ধরা হয়েছে। এই অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূ-বিজ্ঞান ও প্রধানমন্ত্রীর কার্যালয়, পরমাণু শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এই অভিযানে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এবং গোটা বিশ্বের মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।
আজ লোকসভায় “২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা” শীর্ষক এক বিশেষ আলোচনাচক্রের সূচনা করে ডঃ সিং বলেন, শুভাংশু শুক্লার মিশন শুধুমাত্র একটি প্রতীকী সাফল্য নয়, এর মাধ্যমে ব্যয় সাশ্রয়ী মহাকাশ প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানের সাফল্য আমাদের বিজ্ঞানীদের প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি, মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণের পথ খুলে দিয়েছে। ডঃ সিংয়ের মতে, জীববিজ্ঞান, কৃষি এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে শুভাংশু শুক্লা মহাকাশে যে সব গবেষণা চালিয়েছেন, তা আত্মনির্ভর ভারত গড়ার পথ প্রশস্ত করবে।
ডঃ সিং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য মাইলফলকের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে – ২০২৭ সালের গগনযান মিশন, ২০৩৫ সালের মধ্যে ভারতের মহাকাশ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে ভারতীয় মহাকাশচারীর চাঁদের মাটিতে পদার্পণ প্রভৃতি। তিনি বলেন, “২০৪৭ সালের কয়েক বছর আগে চাঁদের মাটি থেকে একজন তরুণ ভারতীয় বিকশিত ভারতের আগমনের কথা ঘোষণা করবেন। এটি শুধুমাত্র একজন মহাকাশচারীর বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বে ভারতের প্রতিষ্ঠালাভও।"
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2157835)
आगंतुक पटल : 21