যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় ক্রীড়া সম্প্রদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছে, জাতীয় ক্রীড়া শাসন বিল ২০২৫ এবং জাতীয় ডোপিং বিরোধী (সংশোধনী) বিল ২০২৫ পাশের প্রশংসা করেছে

Posted On: 14 AUG 2025 4:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫

 

ভারতীয় ক্রীড়া সম্প্রদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছে, জাতীয় ক্রীড়া শাসন বিল ২০২৫ এবং জাতীয় ডোপিং বিরোধী (সংশোধনী) বিল ২০২৫ পাশের প্রশংসা করেছে। মঙ্গলবার ১২ অগাস্ট, ২০২৫ তারিখে এই বিল সংসদে পাশ হয়। ক্রীড়াবিদদের স্বার্থ রক্ষায় ও সুশাসন আনতে এই বিলকে দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কার বলে বর্ণনা করেছেন ক্রীড়াবিদ, ক্রীড়া প্রশাসক, প্রশিক্ষক সহ অন্যরা।

ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এই বিল পাশের জন্য সামাজিক মাধ্যম এক্স-এর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

ভারতের প্যারাজ্যাভলিন-এর খেলোয়াড় সুমিত অ্যান্টিল সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বিল সংসদে পাশ হওয়ায় ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা আসবে।

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া জাতীয় ক্রীড়া শাসন বিল ২০২৫ পাশকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে এক বৃহত্তম সংস্কার হিসেবে উল্লেখ করেছেন।

ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদমও ক্রীড়া প্রশাসন পুনর্গঠনে এই বিলের তাৎপর্য তুলে ধরেন।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে চার দশক পর এই বিল আনার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়াকে অভিনন্দন জানান। 

ভারতের ডেভিস কাপের অধিনায়ক রোহিত রাজপাল বলেন, ভারতের খেলাধুলার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার। 

উল্লেখ্য, এই বিলের গুরুত্বপূর্ণ দিক হল নিরাপদ ক্রীড়া নীতি। ক্রীড়াবিদদের সুরক্ষা দিতে, অভিযোগ নিষ্পত্তিতে এবং হয়রানির বিরুদ্ধে বিশেষ করে মহিলা, দিব্যাঙ্গ ও নাবালকদের সুরক্ষা দিতে এই বিল সহায়ক হবে। 

 


SC/PM/NS….


(Release ID: 2156565)