প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএনএস সন্ধ্যায়ক সিঙ্গাপুরে তার প্রথম বন্দর সফর সম্পূর্ণ করেছে

Posted On: 14 AUG 2025 4:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫

 

অত্যাধুনিক হাইড্রোগ্রাফি ক্ষমতাসম্পন্ন ভারতীয় নৌবাহিনীর প্রথম সার্ভে ভেসেল লার্জ আইএনএস সন্ধ্যায়ক সিঙ্গাপুরে প্রথম সফল সফর শেষ করেছে। জাহাজটি ১২ অগাস্ট ২০২৫ তারিখে সিঙ্গাপুরে চাঙ্গি বন্দর থেকে যাত্রা শুরু করে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং মহাসাগর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শুভেচ্ছা সফরের সমাপ্তি হল এর মাধ্যমে। 

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়। দুই দেশের মধ্যে সমুদ্র ক্ষেত্রে সচেতনতা এবং জলবিদ্যুৎ সহযোগিতার ক্রমবর্ধমান সমন্বয়কে শক্তিশালী করে তুলতে সহায়ক এই সফর। 

কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এন ধীরজ সিঙ্গাপুরের সহকারী প্রধান হাইড্রোগ্রাফার শ্রী গ্যারি চিউ-এর সঙ্গে এবং সিঙ্গাপুরের নৌবাহিনীর নবম ফ্লোটেল কমান্ডার কর্ণেল চৌহ মেংসুন-এর সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়েই নৌচলাচল সুরক্ষিত করতে, সামুদ্রিক পরিকাঠামো রক্ষা করতে এবং সামুদ্রিক বাণিজ্য সমর্থনের জন্য সঠিক জলবিদ্যুৎ ব্যবহারের ভূমিকার কথা স্বীকার করে। 

শিক্ষামূলক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে জাহাজটিতে বিদ্যালয়ের পড়ুয়াদের একটি দলকে স্বাগত জানানো হয়। তাদেরকে এই জাহাজ ঘুরে দেখানোর পাশাপাশি সমুদ্রের ম্যাপিং নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। 

ভারতীয় নৌবাহিনী আঞ্চলিক সহযোগিতা এবং ক্ষমতা বাড়াতে সমমনোভাবাপন্ন নৌসেনাদের সঙ্গে সমুদ্র সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

SC/PM/NS


(Release ID: 2156562)
Read this release in: English , Urdu , Hindi