কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
কর্পোরেট বিষয়ক মন্ত্রক ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পিএমআইএস ইন্টার্নদের বিশেষ অতিথি হিসেবে আপ্যায়িত করবে
Posted On:
13 AUG 2025 8:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৫
ভারতের ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কর্পোরেট বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য সমগ্র দেশের ১০০ জনেরও বেশি ইন্টার্নকে বিশেষ অতিথি হিসেবে আপ্যায়িত করবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (পিএমআইএস)-এর অঙ্গ হিসেবে এই ইন্টার্নরা ১৪-১৬ অগাস্ট এই ৩ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
উৎসবের অঙ্গ হিসেবে মন্ত্রক ১৪ অগাস্ট কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা এবং মন্ত্রকের সচিব শ্রীমতী দীপ্তি গৌর মুখার্জীর সঙ্গে পিএমআইএস ইন্টার্নদের একটি বিশেষ আলাপচারিতার আয়োজন করেছে। অনুষ্ঠানটি পিএমআইএস-এর পাইলট পর্যায়ে একটি মাইল ফলক।
সন্ধ্যায় ডিজিটাল কম্পেন্ডিয়ামের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে সমগ্র দেশের ইন্টার্নদের মধ্যে থেকে নির্বাচিত ৭৯ জনের অনুপ্রেরণামূলক কাহিনী প্রদর্শিত হবে।
পিএমআইএস ভারতের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। ইন্টার্নরা আলাপচারিতার সময় তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
SC/PM/NS
(Release ID: 2156300)