প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনী ফ্রন্টলাইন স্টিল্থ ফ্রিগেট উদয়গিরি ও হিমগিরিকে জলে ভাসাতে চলেছে
Posted On:
11 AUG 2025 6:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫
ভারতীয় নৌবাহিনী আগামী ২৬ অগাস্ট দুটি অত্যাধুনিক ফ্রন্টলাইন ফ্রিগেট উদয়গিরি (এফ৩৫) ও হিমগিরি(এফ৩৪)-কে জলে ভাসাতে চলেছে।
এই প্রথম দুটি পৃথক ভারতীয় শিপইয়ার্ডে তৈরি দুটি বৃহৎ যুদ্ধ জাহাজ একইসঙ্গে বিশাখাপত্তনম থেকে জলে ভাসানোর পরিকল্পনা করা হয়েছে।
এর মধ্য দিয়ে আধুনিকীকরণের লক্ষ্যে নৌবাহিনীর উদ্যোগ এবং বিভিন্ন ভারতীয় শিপইয়ার্ডে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরির সক্ষমতার প্রমাণ পাওয়া যায়।
এই মাইলফলক প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের সাফল্যকেও সূচিত করে। প্রজেক্ট ১৭এ স্টিল্থ ফ্রিগেটের দ্বিতীয় জাহাজ উদয়গিরি মুম্বাইয়ের মাজাগোঁ ডক শিপবিল্ডার্স লিমিটেড তৈরি করেছে। পি১৭এ শ্রেণীর প্রথম যুদ্ধজাহাজ হিমগিরি তৈরি হয়েছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে।
উদয়গিরি হল ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা শততম যুদ্ধজাহাজ।
উদয়গিরি ও হিমগিরি আগেকার যুদ্ধজাহাজগুলির তুলনায় এক প্রজন্ম এগিয়ে। প্রায় ৬,৭০০ টন ওজনের এই রণতরীগুলি আগেকার শিবালিক শ্রেণীর ফ্রিগেটগুলির তুলনায় আরও ৫ শতাংশ বড়।
ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টার্বাইনের সাহায্যে কম্বাইন্ড ডিজেল অর গ্যাস প্রোপালশন প্লান্ট এগুলির শক্তি যোগাচ্ছে। এগুলি পরিচালনা করা হচ্ছে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে। এই রণতরীগুলিতে সুপারসনিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ৭৬ মিলিমিটার এমআর গান, ৩০ মিলিমিটার ও ১২.৭ মিলিমিটারের সমন্বয়ে তৈরি অস্ত্রসম্ভার এবং অ্যান্টি সাবমেরিন ওয়েপন সিস্টেম রয়েছে।
এই দুটি জাহাজ তৈরিতে সহায়তা করেছে ২০০রও বেশি এমএসএমই। এর ফলে প্রায় ৪০০০ প্রত্যক্ষ এবং ১০,০০০-এরও বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উদয়গিরি ও হিমগিরি জলে ভাসানোর মধ্য দিয়ে জাহাজ নির্মাণে ভারতীয় নৌবাহিনীর আত্মনির্ভরতার অঙ্গীকার প্রদর্শিত হচ্ছে। চলতি বছরেই নৌবাহিনী ডেস্ট্রয়ার আইএনএস সুরাট, ফ্রিগেট আইএনএস নীলগিরি, সাবমেরিন আইএনএস ভগশির, এএসডব্ল শ্যালো ওয়াটার ক্রাফ্ট আইএনএস অর্নালা এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তার জলে ভাসিয়েছে।
বিশাখাপত্তনমে ২৬ অগাস্টের অনুষ্ঠান নিছক এক প্রথা নয়, ভারত সমুদ্র নিরাপত্তা পরিমণ্ডলে যে সামর্থ ও আত্মনির্ভতা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে, এ তার এক উদযাপন।
SC/SD/NS…
(Release ID: 2155409)