গ্রামোন্নয়নমন্ত্রক
মধ্যপ্রদেশের বিদিশা সংসদীয় এলাকার উমারিয়াতে ১৮০০ কোটি টাকার ব্রহ্মা –বিইএমএল রেল নির্মাণ হাবের ভিস্তিপ্রস্তর স্থাপন
Posted On:
10 AUG 2025 7:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ আগষ্ট, ২০২৫
আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক বৃহৎ পদক্ষেপ হিসেবে মধ্যপ্রদেশের বিদিশা সংসদীয় এলাকার অধীন উমারিয়া গ্রামে ভারত সরকারের পক্ষ থেকে আজ ১৮০০ কোটি টাকার ব্রহ্মা –বিইএমএল রেল নির্মাণ হাবের ভিস্তিপ্রস্তর স্থাপন করা হল।এলাকাটি ভোজপুর বিধানসভার অন্তর্গত। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল মাধ্যমে অনু্ষ্ঠানে যোগ দেন। বিশ্বস্তরের সুবিধা সম্বলিত আধুনিক কারখানাটি নির্মিত হলে এখানে রেল কোচের নকশা এবং নির্মাণ প্রভৃতি ছাড়াও বন্দে ভারত এবং মেট্রো কোচগুলির পরীক্ষার সুযোগ থাকবে। এছাড়াও প্রতিরক্ষা চাহিদাও মিটবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত জনতাকে স্বদেশী পণ্য ব্যবহারে শপথ বাক্য পাঠ করান। তিনি তাদের এখন থেকে দেশে তৈরি খাদ্য, পরিধেয়, তেল, শ্যাম্পু অথবা প্রসাধন সামগ্রী ব্যবহারের পরামর্শ দেন। ১৪৪ কোটি ভারতবাসী স্বদেশী পণ্য ব্যবহার করলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি জানান।
শ্রী চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের কথা উল্লেখ করে বলেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের স্বদেশী দ্রব্য ব্যবহার করা দরকার। কৃষকদের স্বার্থরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, এমন কোনও আন্তর্জাতিক চুক্তি করা হবে না, যাতে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। তিনি বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের এই অনুষ্ঠান দেশীয় উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
SC/AB /SG
(Release ID: 2154990)