যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সঞ্চার সাথী মোবাইল অ্যাপ চালু হওয়ার প্রায় ৬ মাসের মধ্যে ডাউনলোডের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে

Posted On: 09 AUG 2025 1:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫

 

টেলিযোগাযোগ বিভাগের (ডিওটি) সঞ্চার সাথী উদ্যোগ টেলিযোগাযোগ নিরাপত্তা বাড়াতে ও নাগরিকদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। চালু হওয়ার পর থেকে, মোবাইল অ্যাপটি ছয় মাসের মধ্যে ৫০ লক্ষ ডাউনলোড অতিক্রম করেছে। ডিওটি ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষা সমর্থন করে এমনভাবে অ্যাপটির অ্যাক্সেসযোগ্যতা প্রসারিত করেছে। ব্যবহারকারীরা এখন মাত্র কয়েকটি পদক্ষেপে প্রতারণাকারীদের ফোন কল ও এসএমএস-গুলি সরাসরি রিপোর্ট করতে পারবেন।

সঞ্চার সাথী উদ্যোগ চালু হওয়ার পর ৫ লক্ষ ৩৫ হাজারের বেশি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয়েছে।  সঞ্চার সাথী পোর্টালটি ১৬ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ ভিজিট করেছেন। যা এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

১৬ মে ২০২৩ তারিখে চালু হওয়া পোর্টালের সাফল্যের উপর ভিত্তি করে টেলিকম বিভাগ ১৭ জানুয়ারী ২০২৫ তারিখে সঞ্চার সাথী মোবাইল অ্যাপ চালু করে। এই মোবাইল অ্যাপের মূল বৈশিষ্ট্য হল : মোবাইল ফোন লগ থেকে সরাসরি সন্দেহজনক কল বা এসএমএস-কে রিপোর্ট করা, হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল হ্যান্ডসেট ব্লক করা, মোবাইল হ্যান্ডসেটটি আসল কিনা তা জানা ইত্যাদি। 

সঞ্চার সাথী উদ্যোগটি টেলিকম জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিকম বিভাগ সকল নাগরিরকে সতর্ক থাকার জন্য সঞ্চার সাথী প্ল্যাটফর্মের পূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সঞ্চার সাথী মোবাইল অ্যাপটি এখান থেকে ডাউনলোড করা যাবে:

অ্যান্ড্রয়েড : https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi

আইওএস :  https://apps.apple.com/app/sanchar-saathi/id6739700695 

আরও জানতে ডিওটি হ্যান্ডেলগুলি অনুসরণ করুন :-
X - https://x.com/DoT_India
Insta https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia

 

 

SC/PM/AS


(Release ID: 2154787)