মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যার প্রবণতা প্রতিরোধের জন্য জাতীয় টাস্ক ফোর্সের নতুন ওয়েবসাইট

Posted On: 08 AUG 2025 8:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট, ২০২৫

 

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মানসিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং আত্মহত্যার প্রবণতাকে প্রতিহত করতে জাতীয় টাস্ক ফোর্স আজ আনুষ্ঠানিকভাবে একটি ওয়েবসাইটের সূচনা করেছে। প্রাক্তন বিচারপতি শ্রী রবীন্দ্র ভাটের নেতৃত্বে টাস্ক ফোর্সটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য গঠন করা হয়েছে। এই কর্মীগোষ্ঠী ছাত্রছাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় সুপারিশ করেছে। 

 

অবসরপ্রাপ্ত বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট এই টাস্ক ফোর্স গঠন করেছে। এটি দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব ডঃ বিনীত যোশী জানিয়েছেন, এই টাস্ক ফোর্সটিকে উচ্চশিক্ষা দপ্তর থেকে সব ধরনের সহায়তা করা হয়েছে। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যাগুলি থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, টাস্ক ফোর্স সেই বিষয়গুলি নিয়ে কাজ করেছে। 

 

নতুন এই ওয়েবসাইটে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-শিক্ষিকা এবং প্রধানদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। যে সমস্ত ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারের সদস্য, বন্ধু এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা এ বিষয়ে তাঁদের মতামত জানিয়েছেন। 

 

এই পোর্টালে ইংরেজি এবং হিন্দি ভাষায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, ছাত্রছাত্রীদের কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ, বিভিন্ন অভাব-অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সমীক্ষার আয়োজন করা হয়েছে। এছাড়াও, টাস্ক ফোর্সের সদস্যরা মানসিক স্বাস্থ্য নিয়ে যাঁরা কাজ করেন, সেইসব পেশাদার ব্যক্তিত্ব এবং অ-সরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য এবং সমীক্ষাগুলিতে অংশ নিতে চাইলে ntf.education.gov.in-এ ক্লিক করুন।

 

SC/CB/DM


(Release ID: 2154638) Visitor Counter : 3