নির্বাচনকমিশন
বিহারের বিশেষ নিবিড় সংশোধন ২০২৫ : ১ অগাস্ট বিকেল ৩টে থেকে ৮ অগাস্ট সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য
Posted On:
08 AUG 2025 10:56AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ অগাস্ট, ২০২৫
খসড়া তালিকাতে নাম যুক্ত করা বা নাম বাদ দেওয়া সংক্রান্ত দাবি ও আপত্তি :
জাতীয় রাজনৈতিক দল
এই প্রক্রিয়ায় আম আদমি পার্টির ১, বহুজন সমাজ পার্টির ৭৪, ভারতীয় জনতা পার্টির ৫৩,৩৩৮, সিপিআইএম-এর ৮৯৯, ভারতের জাতীয় কংগ্রেসের ১৭,৫৪৯ এবং ন্যাশনাল পিপলস পার্টির ৭ জন বিএলএ রয়েছেন।
রাজ্য ভিত্তিক দল
এই প্রক্রিয়ায় সিপিআই (এম-এল) (লিবারেশন)-এর ১,৪৯৬, সংযুক্ত জনতা দলের ৩৬,৫৫০, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১,২১০, রাষ্ট্রীয় জনতা দলের ৪৭,৫০৬, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির ১,৯১৩ এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টির ২৭০ জন বিএলএ রয়েছেন।
মোট ১,৬০,৮১৩ জন বিএলএ-র কাছে এসংক্রান্ত কোনো প্রস্তাব আসেনি।
খসড়া তালিকাতে ভোট দাতাদের পক্ষ থেকে দাবি বা আপত্তি জমা পড়েছে ৬২৫৭টি। সাত দিনের মধ্যে এগুলির চূড়ান্ত মীমাংসা করা হয়নি। ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের কাছ থেকে ভোটার তালিকায় যুক্ত হওয়ার আবেদন জমা পড়েছে ৩৬,০৬০টি। জমা পড়া আবেদনগুলির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নিয়ম অনুসারে কোনো দাবি বা আপত্তির বিষয়ে ইআরও/ এইআরও-রাই সাত দিন পর সিদ্ধান্ত নিতে পারেন।
বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি অনুসারে ১ অগাস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না। তবে, ইআরও/ এইআরও-রা তদন্তের পর ন্যায্য এবং যথাযথভাবে সুযোগ প্রদানের পরেই কারোর নাম তালিকা থেকে বাদ দিতে পারবেন।
SC/CB/SKD/
(Release ID: 2154229)