সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্যারাসিটামল এবং অন্য কিছু পরিচিত ওষুধের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য

Posted On: 05 AUG 2025 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে যে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে এই ধরনের গুজব সম্পর্কে সঠিক কোনও তথ্য নেই। মন্ত্রক আরও জানিয়েছে, দেশে প্যারাসিটামল নিষিদ্ধ করা হয়নি। তবে, সাম্প্রতিক অতীতে কিছু নির্ধারিত অন্য ওষুধের ডোজের সঙ্গে প্যারাসিটামলের সংমিশ্রণ দেশে নিষিদ্ধ করা হয়েছে। এইসব নিষিদ্ধ ওষুধের তালিকা www.cdsco.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বিভিন্ন ওষুধের পাইকারি মূল্য বেঁধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, সরকারি হাসপাতাল এবং গ্রামাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ সর্বত্র অত্যাবশ্যক ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে তারা বদ্ধপরিকর। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় সরকার বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে অত্যাবশ্যক ওষুধ প্রদানের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হয়। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অত্যাবশ্যক ওষুধের তালিকা রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

সরকারি হাসপাতাল এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।

 

SC/MP/DM


(Release ID: 2153090)