আয়ুষ
৬-৮ অগাস্ট ভেষজ ওষুধ সুরক্ষা এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত হু-আইআরসিএইচ কর্মশালার আয়োজন ভারতের
Posted On:
05 AUG 2025 1:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫
৬ থেকে ৮ আগস্ট, ২০২৫-এ গাজিয়াবাদের এক হোটেলে মর্যাদাপূর্ণ হু -ইন্টারন্যাশনাল রেগুলেটরি কো-অপারেশন ফর হার্বাল মেডিসিনস (আইআরসিএইচ) কর্মশালার আয়োজন করতে চলেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে আয়ুষ মন্ত্রক।
সহযোগিতায় রয়েছে ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। তিন দিনের এই আন্তর্জাতিক কর্মশালায় হাজির থাকবেন ভেষজ ওষুধের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা এবং হু-আইআরসিএইচ-এর চেয়ারপার্সন ডঃ কিম সুংচোল এর উদ্বোধন করবেন। ভুটান, ব্রুনেই, কিউবা, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নেপাল, প্যারাগুয়ে, পোল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা এবং জিম্বাবোয়ের মতো দেশগুলি সরাসরি যোগ দিতে চলেছে। অন্যদিকে, ব্রাজিল, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভার্চুয়ালি যোগদান করবে।
এই কর্মশালাটি আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে, সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা এবং কার্যকারিতা প্রক্রিয়া বৃদ্ধি, নিয়ন্ত্রণ এবং বিশ্বব্যাপী পরম্পরাগত ওষুধ ব্যবস্থার ক্ষমতায়ন।
প্রাক-ক্লিনিক্যাল গবেষণা, নিয়ন্ত্রণ কাঠামো এবং সুরক্ষার পাশাপাশি অশ্বগন্ধা (উইথানিয়া সোমনিফেরা) নিয়েও আলোচনা হবে।
অংশগ্রহণকারীরা ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথির ল্যাবরেটরিতে এইচপিটিএলসি প্রযুক্তি ব্যবহার করে ভেষজ ওষুধ সনাক্তকরণ, ভারী ধাতু বিশ্লেষণ এবং কেমো-প্রোফাইলিং সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের সুবিধা পাবেন। কর্মশালায় আয়ুষ সুরক্ষা (ফার্মাকোভিজিল্যান্স) কর্মসূচিও চালু করা হবে।
ভারতের সুসংহত স্বাস্থ্য পরিমণ্ডলের আরও গভীর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, প্রতিনিধিরা ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, গাজিয়াবাদের জাতীয় ইউনানি মেডিসিন ইনস্টিটিউট এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পরিদর্শন করবেন।
SC/MP/DM
(Release ID: 2152633)