আয়ুষ
চিকিৎসার গুণসম্পন্ন ওষধির সংরক্ষণ ও এ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ওষধি পর্ষদ এবং আয়ুষ মন্ত্রকের মধ্যে দুটি কৌশলগত সমঝোতাপত্র স্বাক্ষরিত
Posted On:
04 AUG 2025 4:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ অগাস্ট, ২০২৫
নতুন দিল্লির নির্মাণ ভবনে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক এবং জাতীয় ওষধি পর্ষদ (এনএমপিবি)-এর মধ্যে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
প্রথম সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয় জাতীয় ওষধি পর্ষদ এবং মহারাষ্ট্রের পুণের ইসভেদ-বায়ো প্লান্টস ভেঞ্চারের মধ্যে। দ্বিতীয় ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে জাতীয় ওষধি পর্ষদ, অখিল ভারতীয় আর্য়ুবেদ সংস্থান এবং নতুন দিল্লি এইমস-এর মধ্যে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে আরও স্বাস্থ্যকর ও আত্মনির্ভর ভারত গঠনের যে ভাবনা রয়েছে, তার অঙ্গ হিসেবে আজকের এই উদ্যোগ। সমঝোতাপত্রে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলিকে তিনি অভিনন্দন জানান। চিকিৎসার গুণসম্পন্ন ওষধির যে সমৃদ্ধ ঐতিহ্য ভারতের রয়েছে, তার সংরক্ষণ ও প্রসারে আজকের পদক্ষেপ এক মাইলফলক বলে উল্লেখ করে তিনি বলেন, প্রথাগত জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞানকে সংযুক্ত করে ভারত তার লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে।
জাতীয় ওষধি পর্ষদ এবং ইসভেদ-বায়ো প্লান্টস ভেঞ্চারের মধ্যে হওয়া প্রথম সমঝোতাপত্র
এর উদ্দেশ্য হল, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বিরল ও বিলুপ্তপ্রায় ওষধিগুলির সংরক্ষণ।
এর আওতায় বিরল ও বিলুপ্তপ্রায় ওষধিগুলির ব্যাপক চাষ ও রক্ষণাবেক্ষণ করা হবে। এগুলির জোগান যাতে বাড়ে, সেজন্য ওষধিগুলির জার্মোপ্লাজম সংরক্ষণ করা হবে। উভয় পক্ষই এক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সম্পদকে কাজে লাগাতে সহযোগিতার অভিন্ন ক্ষেত্রগুলি চিহ্নিত করবে।
জাতীয় ওষধি পর্ষদ, অখিল ভারতীয় আর্য়ুবেদ সংস্থান এবং নতুন দিল্লি এইমস-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতাপত্র
এর আওতায় অখিল ভারতীয় আর্য়ুবেদ সংস্থানের উদ্যোগে নতুন দিল্লি এইমস চত্ত্বরে জাতীয় স্তরের একটি ওষধি উদ্যান গড়ে তোলা হবে। এতে সাধারণ মানুষের মধ্যে ওষধি সংক্রান্ত সচেতনতা বাড়বে।
অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের সচিব শ্রী বৈদ্য রাজেশ কোটেচা, নতুন দিল্লি এইমস-এর ডিরেক্টর শ্রী এম শ্রীনিবাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী অঙ্কিতা মিশ্র বুন্ডেলা প্রমুখ উপস্থিত ছিলেন।
SC/SD/NS…
(Release ID: 2152455)