সংস্কৃতিমন্ত্রক
তপশিলি জাতির উন্নয়নে প্রকল্প
Posted On:
04 AUG 2025 5:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ আগস্ট, ২০২৫
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কলা সংস্কৃতি বিকাশ যোজনা (কেএসভিওয়াই) রূপায়িত করছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে তপশিলি জাতি সহ শিল্পকলার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক সংগঠন/ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কেএসভিওয়াই হল একটি পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্প। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে ৭.২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়।
কেএসভিওয়াই প্রকল্পে তপশিলি জাতিভুক্ত শিল্পী, নাট্যগোষ্ঠী, লোকশিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পীদের প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ প্রদান করা হয়ে থাকে।
গুরু-শিষ্য পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে নাট্যগোষ্ঠী, থিয়েটারের দল, সঙ্গীত গোষ্ঠী, শিশু নাটকের গোষ্ঠী প্রভৃতিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে প্রত্যেক গুরুকে মাসিক ২০ হাজার টাকা এবং বয়স অনুযায়ী প্রত্যেক শিষ্যকে ২,০০০-১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শিল্প ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে আর্থিক সহায়তা
এই প্রকল্পে জাতীয় স্তরের সাংস্কৃতিক সংগঠনগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে ১ কোটি টাকা অনুদান এবং ব্যতিক্রমী ক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।
শিল্প ও সংস্কৃতির বিকাশে ফেলোশিপ এবং বৃত্তি প্রকল্প
এই প্রকল্পে সাংস্কৃতিক ক্ষেত্রে ২০-৪০ বছর বয়সী (জুনিয়র) এবং ৪০-এর ঊর্ধ্বে (সিনিয়র) অনন্যসাধারণ শিল্পীদের যথাক্রমে মাসিক ১০ হাজার টাকা ও ২০ হাজার টাকা করে ৪০০ জনকে ফেলোশিপ (২০০ জুনিয়র ও ২০০ সিনিয়র) দু’বছরের জন্য অনুদান প্রদান করা হয়।
বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তরুণ শিল্পীদের স্কলারশিপ
এই প্রকল্পে প্রতি বছর এক একটি ব্যাচের ৪০০ জনকে স্কলারশিপ প্রদান করা হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, থিয়েটার, মাইম, লোকশিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ১৮-২৫ বছর বয়সী তরুণ শিল্পীদের দু’বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়।
টেগোর ন্যাশনাল ফেলোশিপ ফর কালচারাল রিসার্চ
এই প্রকল্পের লক্ষ্য হল, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা প্রদান করা। এর আওতায় ১৫ জনকে ফেলোশিপ (মাসিক ৮০ হাজার টাকা) এবং ২৫ জনকে স্কলারশিপ (মাসিক ৫০ হাজার টাকা) সর্বোচ্চ দু’বছর পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
প্রবীণ শিল্পীদের আর্থিক সহায়তা
এই প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ শিল্পীদের (যাঁদের আয় বার্ষিক আয় ৭২ হাজার টাকার কম) মাসিক সর্বোচ্চ ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। সুবিধাপ্রাপক শিল্পীর মৃত্যু হলে তাঁর স্ত্রী/স্বামী এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/MP/DM
(Release ID: 2152447)