নির্বাচনকমিশন
বিহার এসআইআর ২০২৫ : দৈনিক বুলেটিন
Posted On:
03 AUG 2025 5:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ অগাস্ট, ২০২৫
১ অগাস্ট (দুপুর ৩টে) ৩ অগাস্ট পর্যন্ত (দুপুর ৩টে)
মোট বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-এর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৮১৩।
জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি বিএলএ-এর সংখ্যা ৫৩ হাজার ৩৩৮টি ভারতীয় জনতা পার্টির। এর পরেই আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১৭ হাজার ৫৪৯টি। রাজ্য দলগুলির মধ্যে জনতা দল (ইউনাইটেড)-এর ৩৬ হাজাহ ৫৫০টি, রাষ্ট্রীয় জনতা দলের ৪৭ হাজার ৫০৬টি।
জাতীয় এবং রাজ্য দলগুলির পক্ষ থেকে কোনো দাবি বা অভিযোগ জমা পড়েনি। সরাসরি ভোটদাতাদের কাছ থেকে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত দাবি এবং অভিযোগ পাওয়া গেছে ৯৪১টি। ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী নতুন ভোটারদের আবেদন পাওয়া গেছে ৪ হাজার ৩৭৪টি।
• বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ইআরও/ এইআরও ৭ দিন পরে এই দাবি এবং অভিযোগগুলি নিষ্পত্তি করবেন।
• এসআইআর নির্দেশ অনুযায়ী ইআরও/ এইআরও অনুসন্ধান এবং পর্যাপ্ত যথাযোগ্য সুযোগ দেওয়ার পরে যথেষ্ট কারণ না দেখানো পর্যন্ত ১ অগাস্ট, ২০২৫-এ প্রকাশিত খসড়া তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না।
SC/AP/SKD
(Release ID: 2152053)