রেলমন্ত্রক
উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে ৭৩টি প্রধান স্টেশনে একগুচ্ছ বিশেষ ব্যবস্থা রেলের
Posted On:
01 AUG 2025 6:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৫
যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে -
১. ৭৩টি স্টেশনের বাইরে বিশেষ প্রতীক্ষালয়ের ব্যবস্থা। এই স্টেশনগুলিতে বিভিন্ন সময়ে যাত্রীদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়। তাই ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরই যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি দেওয়া হবে। আপাতত পাইলট প্রকল্প হিসেবে নতুন দিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা এবং গাজিয়াবাদ স্টেশনে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
২. এই ৭৩টি স্টেশনে শুধুমাত্র নিশ্চিত সংরক্ষিত টিকিট থাকলেই যাত্রীরা প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি পাবেন। ওয়েটিং তালিকায় থাকা যাত্রীদের বাইরে প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে হবে।
৩. এইসব স্টেশনে ১২ মিটার (৪০ ফুট) এবং ৬ মিটার (২০ ফুট) চওড়া দুটি নতুন নকশার ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে।
৪. সিসিটিভি বা নজরদারি ক্যামেরার মাধ্যমে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়ের ওপর নজর রাখা হবে এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।
৫. স্টেশনগুলিতে যাতে রেলের নির্দিষ্ট কর্মীরাই প্রবেশ করতে পারেন, সেজন্য নতুন নকশার পরিচয়পত্র এবং বিশেষ ইউনিফর্ম দেওয়া হবে।
৬. প্রতিটি প্রধান স্টেশনে একজন করে স্টেশন ডিরেক্টর থাকবেন। সমস্ত দপ্তরের কর্মীরা তাঁর কাছে দায়বদ্ধ থাকবেন। স্টেশন ডিরেক্টর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন, সেজন্য তাঁকে প্রয়োজনীয় আর্থিক ক্ষমতাও দেওয়া হবে। ট্রেন অনুযায়ী কত টিকিট বিক্রি করা হবে, সে ব্যাপারে স্টেশন ডিরেক্টর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
SC/MP/AS
(Release ID: 2151791)