বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

বস্ত্র মন্ত্রক গর্বের সঙ্গে ১ থেকে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত "আপনার তাঁত সম্পর্কে জানুন" অভিযান শুরু করার কথা ঘোষণা করেছে

Posted On: 01 AUG 2025 8:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ আগস্ট, ২০২৫

 

ভারত সরকারের বস্ত্র মন্ত্রক গর্বের সঙ্গে ৭ আগস্ট জাতীয় তাঁত দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে ৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত নয়াদিল্লির জাতীয় কারুশিল্প জাদুঘর ও হস্তকলা একাডেমিতে সপ্তাহব্যাপী "আপনার তাঁত সম্পর্কে জানুন" অভিযান শুরু করার কথা ঘোষণা করেছে।

ডিসি হস্তশিল্প, ড. এম. বীণা, ডিসি হস্তশিল্প, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অভিযানের উদ্বোধন করেন বস্ত্র মন্ত্রকের সচিব শ্রীমতি নীলম শামি রাও।

এই অনুষ্ঠানের উদ্বোধন করে সচিব বলেন, "আপনার তাঁত সম্পর্কে জানুন" অভিযানের লক্ষ্য আমাদের দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাঁত বয়ন ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শ্রীমতী রাও সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রদর্শনীটি পরিদর্শন করতে এবং সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা লাভের জন্য আহ্বান জানান। সচিব শ্রীমতি নীলম শামি রাও প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেন।

এই অভিযানের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, তাঁতিদের মনে আত্মবিশ্বাস ও গর্ব বাড়ানো, ভারতের সমৃদ্ধ তাঁত ঐতিহ্যকে প্রচার করা এবং দেশজুড়ে বৈচিত্র্যময় এবং সূক্ষ্ম তাঁত শিল্প প্রদর্শন করা। বেনারসি ও চান্দেরি থেকে পোচমপল্লি, ইকাত, কাঞ্জিভরম, ভুজোদি এবং আরও অনেক কিছু, এই অভিযানটি দক্ষ কারিগর, ডিজাইনার, ছাত্র এবং তাঁত প্রেমীদের এক ছাদের নীচে একত্রিত করে।

এই বার্ষিক অনুষ্ঠানটি তাঁত দিবস উদযাপনের একটি সূচনা এবং ২০২৫ সালের তাঁত দিবস উদযাপনের জন্য পরিকল্পিত কর্মসূচি ক্যালেন্ডারের অংশ। গত বছর এই অনুষ্ঠানে পাক্ষিক দীর্ঘ উদযাপনে ৫৮টি স্কুলের ৭৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

এই অভিযানের মূল আকর্ষণগুলি:

ক. তাঁত প্রদর্শনী প্যাভিলিয়ন: ভারতের বিভিন্ন প্রতীকী তাঁতশিল্প সরাসরি প্রদর্শিত হবে।
খ. ইন্টারেক্টিভ কর্মশালা: প্রাকৃতিক তাঁত কৌশলের উপর দৈনিক অধিবেশন, জ্ঞান অধিবেশন, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
গ  গল্প বলার নানা মাধ্যমের ব্যবহার: চলচ্চিত্র, আর্কাইভ এবং ব্যক্তিগত বর্ণনার মাধ্যমে ভারতের তাঁত শিল্পের যাত্রার গল্প শোনানো।
ঘ  যুব সম্পৃক্ততা কর্মসূচি: দেশের বস্ত্রশিল্প  ঐতিহ্যের সঙ্গে যুবসমাজকে সংযুক্ত করার জন্য স্কুল এবং কলেজে প্রচার অভিযান, প্রতিযোগিতা এবং নির্দেশিত ভ্রমণ। 

 

SC/SB/DM


(Release ID: 2151789)
Read this release in: Malayalam , English , Hindi