ভারী শিল্প মন্ত্রক
পিএম ই-ড্রাইভের সম্প্রসারণের পরিকল্পনা
Posted On:
01 AUG 2025 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৫
বিদ্যুৎ মন্ত্রকের ১৭.০৯.২০২৪ তারিখে জারি করা নির্দেশিকা মেনে সরকার বেসরকারি শিল্পোদ্যোগগুলির মাধ্যমে চার্জিং স্টেশন বসানোর পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। কেন্দ্রীয় মন্ত্রক / কর্তৃপক্ষ, বিভিন্ন রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থাসমূহ প্রভৃতির সঙ্গে শলাপরামর্শ করে গোটা দেশে বিভিন্ন ধরনের যানের উপযোগী পর্যাপ্ত চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় আরও ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া শহরের মধ্যে ইভি চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে এই প্রকল্পে আন্তঃশহর / আন্তঃরাজ্য মহাসড়কগুলিকে বৈদ্যুতিক গাড়ির উপযোগী করে তোলা হচ্ছে।
রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা।
SC/MP/AS
(Release ID: 2151784)