আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়ন

Posted On: 01 AUG 2025 2:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অগাস্ট, ২০২৫

 

বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে রাজ্য সরকারগুলিকে সাহায্য করতে বিচার দপ্তর ১৯৯৩-৯৪ সাল থেকে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ করে আসছে। এই প্রকল্পের আওতায় মূলত ৫টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। সেগুলি হল আদালত কক্ষ, আবাসিক কোয়ার্টার, আইনজীবীদের হল, ডিজিটাল কম্পিউটার কক্ষ এবং শৌচালয়। 

এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট ১২,১০১.৮৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ২০১৪-১৫ সালে মঞ্জুর হয়েছে ৮,৬৫৭.৫৯ কোটি টাকা (৭১.৫৪%)। ২০১৪ সালে যেখানে আদালত কক্ষের সংখ্যা ছিল ১৫,৮১৮ সেখানে এখন তা বেড়ে হয়েছে ২২,৩৭২ (৪১.৩৬% বৃদ্ধি)। আবাসনের সংখ্যা ২০১৪ সালে ছিল ১০,২১১, এখন তা হয়েছে ১৯,৮৫১ (৯৪.৪০% বৃদ্ধি)

প্রকল্পের গোড়া থেকে এ পর্যন্ত মহারাষ্ট্রকে এর আওতায় মোট ১০৯৯.৮৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

২০০৭ সাল থেকে জাতীয় ই-গর্ভন্যান্স পরিকল্পনার অঙ্গ হিসেবে ভারতীয় বিচার বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের জন্য ই-আদালত সংযুক্ত মিশন মোড প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ই-আদালত প্রকল্পের তৃতীয় পর্যায়ের জন্য ৭,২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই পর্যায়ে আদালতের পরিচালন ব্যবস্থার উন্নয়ন এবং পরিষেবার ডিজিটাইজেশনের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ই-আদালত প্রকল্পের তৃতীয় পর্যায়ের একটি উপাদান হল কেস রেকর্ডগুলি স্ক্যান করে তার ডিজিটাল সংরক্ষণ। এজন্য ২০৩৮.৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ই-কমিটির দেওয়া তথ্য অনুসারে ৩০ জুন ২০২৫ পর্যন্ত হাইকোর্টগুলির মোট ২১৩.২৯ কোটি এবং জেলা আদালতগুলির ৩০৭.৮৯ কোটি পাতা ডিজিটাইজ করা হয়েছে। হাই কোর্ট ও জেলা আদালতগুলি বিচার বিভাগীয় নথিপত্র সংরক্ষণের জন্য একটি সফ্টওয়্যার তৈরি করা হয়েছে। 

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ ই-ফাইলিং সিস্টেমের তৃতীয় সংস্করণ চালু করা হয়েছে। এতে আইনজীবীরা যেকোন জায়গা থেকে কেস সংক্রান্ত নথিপত্র আপলোড করতে এবং এর নাগাল পেতে পারবেন। এছাড়া সহজে ফি দেওয়ার জন্য ই-পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। সমন জারিকে প্রযুক্তি চালিত করতে ন্যাশনাল সার্ভিস অ্যান্ড ট্র্যাকিং অফ ইলেক্ট্রনিক প্রসেসেস (এনএসটিইপি) এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়া বিভিন্ন মামলার রায় সহজে পেতে একটি জাজমেন্ট সার্চ পোর্টাল চালু করা হয়েছে। বিভিন্ন নাগরিক কেন্দ্রিক পরিষেবা পেতে সাহায্য করার জন্য দেশজুড়ে ১,৮১৪টি ই-সেবাকেন্দ্র চালু হয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে আইন ও বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য জানিয়েছেন। 

 


SC/SD/NS…


(Release ID: 2151628)
Read this release in: English , Urdu , Marathi , Hindi