যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আধার-ভিত্তিক মুখাবয়ব শনাক্তকরণ ব্যবস্থাপনার সূচনা করেছে

Posted On: 01 AUG 2025 4:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৫

 

ব্যাঙ্কিং পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিক এবং ভিন্নভাবে সক্ষম গ্রাহক সহ প্রত্যেকের সুবিধার্থে আধার-ভিত্তিক মুখাবয়ব শনাক্তকরণ ব্যবস্থাপনার সূচনা করেছে। এর ফলে, ব্যাঙ্কিং পরিষেবা আরও সুরক্ষিত এবং সুবিধাজনক হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া – ইউআইডিএআই মুখাবয়ব শনাক্তকরণের যে পদ্ধতি কার্যকর করেছে তার ফলে আঙুলের ছাপ অথবা ওটিপি-র মাধ্যমে গ্রাহককে শনাক্তকরণের প্রয়োজন থাকবে না। “আপ কা ব্যাঙ্ক, আপ কা দ্বার” কর্মসূচির আওতায় ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নতুন এই গ্রাহকমুখী ব্যবস্থাপনার সূচনা করেছে। ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী আর বিশ্বেশরন বলেন, নতুন এই শনাক্তকরণের পদ্ধতি সকলের জন্য সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা গ্রাহকদের কাছে আর-ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে। 

এর ফলে কোন কিছু স্পর্শ না করেই ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্যক্ষেত্রে আপতকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই ব্যবস্থাপনার মাধ্যমে সহজেই পরিষেবা মিলবে। অ্যাকাউন্ট খোলা, ব্যালেন্সের বিষয়ে জানা, ফান্ড ট্রান্সফার, টাকা জমা রাখা বা টাকা তোলার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যাবে। ডিজিট্যাল ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাদের আঙুলের ছাপ সহজে মেলে না, তাঁদের নতুন এই পদ্ধতিকে ব্যবহার করার জন্য ব্যাঙ্ক পরামর্শ দিয়েছে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ২০১৮ সালের পয়লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে। এই ব্যাঙ্ক কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের আওতাধীন। দেশের ডাকঘরের মাধ্যমে নাগরিকদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌছে দেওয়াই এর উদ্দেশ্য।  

এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন :
http://www.ippbonline.com
http://marketing@ippbonline.in
Twitter - https://twitter.com/IPPBOnline 
Instagram - https://www.instagram.com/ippbonline 
LinkedIn - https://www.linkedin.com/company/india-post-paymentsbank 
Facebook - https://www.facebook.com/ippbonline 
YouTube- https://www.youtube.com/@IndiaPostPaymentsBank

 

SC/CB/DM..


(Release ID: 2151625)
Read this release in: English , Urdu , Hindi , Malayalam