কয়লামন্ত্রক
দ্বাদশ বাণিজ্যিক নিলামে সাতটি কয়লা ব্লকের সফল নিলাম হয়েছে
Posted On:
01 AUG 2025 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৫
কয়লা মন্ত্রক ২৭ মার্চ দ্বাদশ বাণিজ্যিক নিলামের সূচনা করে। ২৮ জুলাই থেকে ৩১ জুলাই সময়কালে মোট সাতটি কয়লা ব্লকের সফল নিলাম সম্পন্ন হয়েছে। এই সাতটি ব্লকের মধ্যে চারটি ঝাড়খণ্ডে এবং তিনটি ছত্তিশগড়ে। এগুলিতে ১৭,৬১৪ লক্ষ ৯০ হাজার টন কয়লার ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। নিলামের সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে। এর ফলে গড়পড়তা রাজস্ব ২৬.৭ শতাংশ অর্জন করা গেছে। এর মধ্য দিয়ে কয়লা শিল্পের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে উৎসাহ নজরে এসেছে। এই ব্লকগুলি থেকে প্রতি বছর ৭১৯.৯০ কোটি টাকার রাজস্ব আদায় হবে। কয়লা উত্তোলনের জন্য ৭৮৭ কোটি ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে, ৭,০৯৮টি কর্মসংস্থান সৃষ্টি হবে।
২০২০ সাল থেকে মোট ১৩১টি কয়লা ব্লকের সফল নিলাম সম্পন্ন হয়েছে। এগুলি থেকে প্রতি বছর ২৭৭৩.১০ লক্ষ টন কয়লা উত্তোলন করা হয়। ফলে, দেশে কয়লা উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এই ব্লকগুলি থেকে ৩৯,৩৫৯ কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে। কয়লা উত্তোলনের জন্য ৪১,৫৯৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ৩ লক্ষ ৭৪ হাজার ৯১৬টি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
দেশকে আত্মনির্ভর করে তুলতে কয়লা মন্ত্রক সংশ্লিষ্ট ক্ষেত্রকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে রূপান্তরিত করার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে, দেশের জ্বালানি ক্ষেত্রের চাহিদা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি অর্থনীতিতে স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
SC/CB/DM..
(Release ID: 2151438)