গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) – এর আওতায় গৃহ নির্মাণ

Posted On: 01 AUG 2025 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৫ 

 

গ্রামীণ এলাকায় সকলের জন্য বাসস্থানের সংস্থান নিশ্চিত করতে গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৬ সালের পয়লা এপ্রিল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) – এর সূচনা করেছে। 
কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ পর্যন্ত ২.৯৫ কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য হয়। এরপর, ভারত সরকার ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ২০২৮-২৯ পর্যন্ত সময়কালে এই কর্মসূচির আওতায় আরও ২ কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করে। প্রাপকদের বেছে নেওয়া হয় ২০১১’র আর্থ-সামাজিক সমীক্ষার উপর ভিত্তি করে। 
২৯.০৭.২০২৫ তারিখ পর্যন্ত হিসেবানুযায়ী, গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যগুলির সামনে ৪.২ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা রেখেছে। এর মধ্যে ২.৮১ কোটি বাড়ি নির্মিত হয়েছে। প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে ৩.৮৪ কোটি মানুষকে। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি।

 

SC/AC/SB…


(Release ID: 2151435)