প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সিমবেক্স-২৫-এর জন্য সিঙ্গাপুরে পৌঁছেছে আইএনএস সাতপুরা

Posted On: 30 JUL 2025 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই ২০২৫

 

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সাতপুরা সিঙ্গাপুরে পৌঁছেছে ৩২ তম সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ (সিমবেক্স-২৫)-তে অংশ নেওয়ার জন্য। ভারতীয় নৌবাহিনী এবং রিপাবলিক অফ সিঙ্গাপুর নেভি (আরএসএন)-র মধ্যে দীর্ঘ শক্তিশালী সামুদ্রিক অংশীদারিত্বের নতুন অধ্যায়ের সূচনা হল। 

দুই দেশের মধ্যে গভীর নৌ-সহযোগিতার অঙ্গ হিসেবে এই মহড়ার সূচনা হয় বন্দরে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জেস (এসএমইই), পেশাদারি মত বিনিময় এবং কর্মপরিচালনা সংক্রান্ত আলোচনা ছিল এর অঙ্গ। এর লক্ষ্য সেরা কর্মপদ্ধতি ভাগ করে নেওয়া, নীতিগত সাযুজ্যকরণ এবং আরএসএন ভিজিল্যান্ট এবং আরএসএন সুপ্রিম-এর মতো অংশগ্রহণকারী জাহাজ পরিদর্শন। 

প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে ভারতের ‘মহাসাগর এবং অ্যাক্ট ইস্ট নীতি’-র দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে দুই নৌবাহিনীর মধ্যে পেশাদারি সহযোগিতা এবং কৌশলগত আস্থা পুনঃস্থাপিত করার জন্য এই কর্মসূচি। 

সিমবেক্স-২৫-এর দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হবে, তার পরে হবে জলাভিযান-পূর্ব সম্মেলন। যেখানে আলোচনা হবে মহড়া নিয়ে। 

মহড়ায় অত্যাধুনিক নৌকার্যাবলির বিস্তারিত প্রদর্শন হবে। এয়ার ডিফেন্স এক্সারসাইজ, ক্রসডেক হেলিকপ্টার অপারেশন, ভূমি থেকে এবং আকাশপথে নিখুঁত লক্ষ্যভেদ ইত্যাদি। এই মহড়ার লক্ষ্য দুই বাহিনীর কাজের সমন্বয় এবং সমুদ্রপথে নিরাপত্তা ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সুস্থিরতা রক্ষার প্রতি দুদেশের একই ধরনের দায়বদ্ধতার প্রকাশ। 

ভারত এবং সিঙ্গাপুরের নৌবাহিনীর শক্তিশালী মৈত্রীর প্রমাণ হিসেবে কাজ করে যাবে সিমবেক্স। পারস্পরিক সম্মান প্রদর্শন, পেশাদারিত্ব এবং নিরাপদ ও নীতি নির্ভর সমুদ্রপথ ব্যবস্থা সম্পর্কে অভিন্ন নীতি এর ভিত্তি। 

 

SC/AP/AS


(Release ID: 2150597)
Read this release in: English , Malayalam , Urdu , Hindi