সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা প্রকল্পের আওতায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ১৬,৯১২টি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে, ২০২৭ সালের মার্চের মধ্যে ২৫,০০০ জন ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্য নেওয়া হয়েছে

Posted On: 29 JUL 2025 5:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা প্রকল্পের আওতায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ১৬,৯১২টি জন ঔষধি কেন্দ্র (জেএকে) খোলা হয়েছে। দেশের প্রয়োজনীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত প্রায় সমস্ত জেনেরিক ওষুধই এই কেন্দ্রে পাওয়া যায়। জেএকে গুলিতে ওষুধ সরবরাহ সুনিশ্চিত করা ও সুবিধার জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর একটি সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। ওষুধ মজুত করার জন্য একটি কেন্দ্রীয় ভাণ্ডার তৈরি করা হয়েছে। এছাড়াও ৪টি আঞ্চলিক ভাণ্ডার রয়েছে। পাশাপাশি দেশে ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে ৩৯টি ডিস্ট্রিবিউটার নিয়োগ করা হয়েছে। সরকার সকলের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ সরবরাহের লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের ফলে গত ১১ বছরে ব্র্যান্ডের ওষুধের দামের তুলনায় নাগরিকদের প্রায় ৩৮০০০ কোটি টাকার আনুমানিক সাশ্রয় হয়েছে। জন ঔষধি চিকিৎসার আরও প্রসারের লক্ষ্য নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের ওষুধ কেনার খরচ আরও কমবে। সরকার ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ২৫,০০০ জন ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্য নিয়েছে।  জন ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্যে সরকার ফ্র্যানচাইজি মডেল গ্রহণ করেছে। এর জন্য ব্যক্তিগত উদ্যোক্তা, বেসরকারি সংস্থা, সমিতি, ট্রাস্ট ইত্যাদির কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া-র www.janaushadhi.gov.in ওয়েবসাইটে। 

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭৫৩টি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল। 

 


SC/SS/NS


(Release ID: 2150136)