জলশক্তি মন্ত্রক
নদী সংযুক্তিকরণ প্রকল্পসমূহ
Posted On:
28 JUL 2025 4:23PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ জুলাই ২০২৫
উদ্বৃত্ত জল অববাহিকা এলাকাগুলি থেকে ঘাটতি প্রবণ এলাকাগুলিতে জল সরবরাহের লক্ষ্যে নদী সংযুক্তিকরণ কর্মসূচির জন্য ভারত সরকার জাতীয় প্রেক্ষাপট পরিকল্পনা (এনপিপি) প্রণয়ন করেছে। এই এনপিপি পরিকাঠামোর অধীন নদী সংযুক্তিকরণ পরিকল্পনা রূপায়ণের দায়িত্বভার দেওয়া হয়েছে জাতীয় জল উন্নয়ন সংস্থা (এনডব্লুডিএ)-কে। মোট ৩০টি নদী সংযুক্তিকরণ প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে হিমালয় অববাহিকার ১৪টি নদী সংযুক্তিকরণ এবং ১৬টি উপদ্বীপীয় এলাকায়। ৩০টি প্রকল্পের প্রাক সম্ভাব্যতা রিপোর্ট সম্পূর্ণ হয়ে গেছে।
কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্প এনপিপি-র অধীন প্রথম সংযুক্তিকরণ উদ্যোগ যা রূপায়নের পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও এনপিপি-র অধীন অন্য চিহ্নিত সংযুক্তিকরণ প্রকল্পগুলির ক্ষেত্রে বাজেট সংস্থান, তহবিল বন্টন এবং খরচের বিষয়টি প্রকল্পগুলি রূপায়নের পর্যায়ে পৌঁছলে বিবেচিত হবে।
৪,৪৬৯.৪১ কোটি টাকার বাজেট সংস্থানের মধ্যে গত তিন অর্থ বছরে কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্পে প্রকৃত খরচ হয়ে গেছে ৩৯৬৯.৭৯ কোটি টাকা। এই প্রকল্পে রূপায়নের ক্ষেত্রে কোথাও কোনোরকম প্রতিবাদ লক্ষ্য করা যায়নি।
এনপিপি-র অধীন কেন-বেতওয়া সংযুক্তিকরণ প্রকল্পটি একমাত্র প্রকল্প যার রূপায়ন শুরু হয়েছে। এই প্রকল্পে মধ্যপ্রদেশে দাউধান জলাধার রূপায়ন এবং সহ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রায় ১৭,১০১ টি গাছকে কেটে ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে পান্না ব্যাঘ্র সংরক্ষণ অরণ্যে ১২,৪০৪ টি গাছ কাটা পড়েছে। এই প্রকল্পে রূপায়নের ক্ষেত্রে ৭,১৯৩ টি প্রকল্প প্রভাবিত পরিবারকে জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের ক্ষেত্রে স্বচ্ছ্তা বজায় রাখার স্বার্থে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে।
মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকারের মধ্যে এই প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে ২০২১-এর ২২ মার্চ। তাদের রাজ্যে যেসব এলাকা এই প্রকল্প রূপায়নে প্রভাবিত হবে, সেখানকার জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা আরএফসিটিএলএআরআর আইন ২০১৩ মোতাবেক সংশ্লিষ্ট রাজ্যের বিধিবদ্ধ আইন মাফিক হবে বলেই নির্দিষ্ট হয়। মধ্যপ্রদেশ সরকার ২০২৩-এর ১৩ সেপ্টেম্বর পুনর্বাসন এবং পুনর্বসতি স্থাপনে একটি বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে।
হিমালয় অববাহিকা অঞ্চলে নদী সংযুক্তিকরণ প্রকল্পে আসাম পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে মানস-সংকোশ-তিস্তা-গঙ্গা, পশ্চিমবঙ্গে ফারাক্কা-সুন্দরবন নদী সংযুক্তিকরণ পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে ফারাক্কা-দামোদর-সুবর্ণরেখা এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে সুবর্ণরেখা-মহানদী সংযুক্তিকরণে সম্ভাব্যতা রিপোর্টের কাজ সম্পূর্ণ হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরী।
SC/AB/CS…
(Release ID: 2149632)