সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের জনজাতি সংস্কৃতি কেন্দ্রগুলির স্থিতি ও সম্প্রসারণ

Posted On: 28 JUL 2025 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৮ জুলাই ২০২৫ 

 


ভারত সরকার জনজাতি সংস্কৃতি সহ বিভিন্ন ধরণের লোককলা এবং সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের স্বার্থে দেশের বিভিন্ন প্রান্তে ৭টি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছে। সদর কার্যালয়গুলি পাঞ্জাবের পাতিয়ালা, মহারাষ্ট্রের নাগপুর, রাজস্থানের উদয়পুর, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, পশ্চিমবঙ্গের কলকাতা, নাগাল্যান্ডের ডিমাপুর এবং তামিলনাড়ু তাঞ্জাভুরে অবস্থিত। এই আঞ্চলিক সংস্কৃতি কেন্দ্রগুলি নিয়মিত নানা ধরণের সাংস্কৃতিক কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে। তাতে লোককলা এবং জনজাতি শিল্পীদের প্রতিভার নানা দিক তুলে ধরা হয়। 

এইসব আঞ্চলিক সংস্কৃতি কেন্দ্রগুলিতে প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কক্ষ, গ্রন্থাগার, শিল্পগ্রাম বা কলা গ্রামের সুযোগ সুবিধা সম্বলিত পরিকাঠামো রয়েছে। শিল্পীদের হস্তশিল্পের নানান নিদর্শন সেখানে প্রদর্শিত হয়। 

জনজাতি ভাষা, শিল্পকলা, তাদের নিয়ে নানা লোক কাহিনী সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে নানাবিধ ব্যবস্থাও গ্রহন করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ও ভাষা বিশেষজ্ঞদের দিয়ে বিলুপ্তপ্রায় জনজাতি ভাষা, উপ ভাষাগুলির রেকর্ডিং এবং নথিভুক্তিকরণের ব্যবস্থা হয়েছে। সেইসঙ্গে জনজাতি লোকগল্প এবং মৌখিক ইতিহাসকেও ছাপার বই এবং প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

জনজাতি, হস্তশিল্প, লোক থিয়েটার এবং সঙ্গীত ও নৃত্যের ওপর নিয়মিত প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজিত হয়। সেইসঙ্গে বার্ষিক জনজাতি উৎসব, হস্তশিল্প মেলা এবং শিল্প শিবিরেরও আয়োজন করা হয়।

অনন্য জনজাতি সংস্কৃতিকে দেশের নানা প্রান্তে মানুষের সঙ্গে ভাগ করে নিতে এইসব শিল্পী ও কলাকুশলীদের নানা অনুষ্ঠানে যুক্ত করা হয়। সেইসঙ্গে জনজাতি গবেষক, লেখক এবং যুব শিল্পীদের সাহায্যার্থে বিভিন্ন অনুদান এবং বৃত্তির ব্যবস্থা রয়েছে।

 

SC/AB/CS


(Release ID: 2149598)
Read this release in: English , Urdu , Hindi , Tamil