সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ

Posted On: 28 JUL 2025 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৫

 


ব্রাজিলের ব্রাসিলিয়ায় ২৫ মে, দশম ব্রিকস সংস্কৃতি মন্ত্রী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেন। ব্রিকস গোষ্ঠীর বিভিন্ন উদ্যোগ কোনো অঞ্চলকে কেন্দ্র করে নয়, বরং একটি দেশকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়।

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের ঘোষণাপত্রে যে প্রস্তাবনা রয়েছে সেখানে বলা হয়েছে :

আমরা ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি দপ্তরের মন্ত্রীরা ব্রাজিলের নেতৃত্বে ব্রাজিলিয়া শহরে ২৬ মে, মিলিত হয়েছি। বৈঠকের বিষয়বস্তু ছিল আরো সমন্বিত ও সুস্থায়ী উন্নয়নের জন্য গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের সহযোগিতাকে শক্তিশালী করে তোলা।   

ব্রিকস গোষ্ঠীর মূল উদ্দেশ্য অর্থাৎ সহমত, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া, মুক্ত চিন্তা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে এই সহযোগিতাকে আরও প্রসারিত করা হবে :

২০১৫ সালের ৯ জুলাই, ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি সংস্কৃতি বিষয়ে সহযোগিতার জন্য যে অঙ্গীকার করেছিল এবং ২০২২ সালের ২৪ মে, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অ্যাকশন প্ল্যান সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়, সেগুলির পাশাপাশি ২০১৮ সালে ম্যারোপেং ঘোষণা, ২০১৯ সালে কিউরিটিবা ঘোষণা, ২০২০ সালে মস্কো ঘোষণা, ২০২১ সালে নতুন দিল্লি ঘোষণা, ২০২২ সালে বেজিং ঘোষণা, ২০২৩ সালে মপুমালাংগা ঘোষণা ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গ ঘোষণা অনুসারে নানা পরিকল্পনা বাস্তবায়িত হবে।  

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে বহুপাক্ষিক সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী করতে সংলাপ এবং সহযোগিতাকে বৃদ্ধি করার জন্য ও দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, উদ্ভাবন এবং সৃজনশীলতাকে প্রসারিত করতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রের নাগরিকদের মধ্যে মতবিনিময়ের পরিবেশ গড়ে তুলতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমাজের উন্নয়নে সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে কৃত্রিম মেধা ও ডিজিটাল ব্যবস্থাপনার সাহায্য নেওয়া হবে। 

ব্রিকস পরিবারে ইন্দোনেশিয়ার যুক্ত হওয়াকে স্বাগত জানিয়ে অংশীদার রাষ্ট্রগুলি শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৫-র ৯ জুলাই, ব্রিকস সম্মেলনে সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তিতে নতুন সদস্যরাও যুক্ত হবেন। এক্ষেত্রে সহযোগিতার পরিবেশকে আরও শক্তিশালী করে তোলার জন্য যে অঙ্গীকার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149255


SC/CB/SKD


(Release ID: 2149379)
Read this release in: English , Urdu , Hindi , Tamil