পর্যটনমন্ত্রক
পহেলগাঁও আক্রমণ পরবর্তীকালে জম্মু ও কাশ্মীরে পর্যটনের প্রসার
Posted On:
28 JUL 2025 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২৫
দেশী-বিদেশী পর্যটক সংক্রান্ত তথ্য দিয়ে থাকে রাজ্য পর্যটন দপ্তর। জম্মু ও কাশ্মীর পর্যটন দপ্তরের দেওয়া সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ২০২৫-এর জানুয়ারি থেকে জুনে ঘরোয়া পর্যটকের সংখ্যা ৯৫ লক্ষ ৯২ হাজার ৬৬৪। বিদেশী পর্যটকের সংখ্যা ১৯,৫৭০।
জম্মু ও কাশ্মীরে স্থানীয় পর্যটনের ওপর নির্ভরশীল বিভিন্ন মানুষের ওপর অর্থনৈতিক প্রভাব নিয়ে পর্যটন মন্ত্রক কোনও সমীক্ষা করেনি।
দেশে জম্মু ও কাশ্মীর সহ পর্যটনের প্রসারে পর্যটন মন্ত্রক নিম্নলিখিত পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছে :
‘স্বদেশ দর্শন’, ‘ন্যাশনাল মিশন অন পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ (পিআরএএসএইচএডি)’ এবং ‘পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সংস্থাকে সহায়তা’ কর্মসূচিগুলির মাধ্যমে পর্যটন মন্ত্রক আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাকে।
পর্যটন মন্ত্রক তাদের বিভিন্ন প্রচারাভিযান এবং অনুষ্ঠানের মাধ্যমে দেশি-বিদেশী বাজারে ভারতের বিভিন্ন পর্যটন স্থল এবং পণ্যের প্রচার করে থাকে। যেমন- দেখো আপনা দেশ প্রচারাভিযান, চলো ইন্ডিয়া প্রচারাভিযান, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট, ভারত পর্ব।
ইনক্রেডিবল ইন্ডিয়া কনটেন্ট হাব শুরু করা হয় যা একটি সার্বিক ডিজিটাল সংরক্ষণাগার। ভারতের পর্যটন সংক্রান্ত নানা ছবি, ফিল্ম, ব্রোসিওর, পত্রপত্রিকার সংগ্রহ এতে রাখা আছে। http://www.incredibleindia.org/ ওয়েবসাইট এবং মন্ত্রকের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের মাধ্যমেও প্রচার করা হয়।
থিম নির্ভর পর্যটন যেমন ওয়েলনেস ট্যুরিজম, ক্যুলিনারি ট্যুরিজম, রুরাল, ইকো ট্যুরিজম ইত্যাদি বিষয়েরও প্রচার করা হয় যাতে অন্যান্য ক্ষেত্রেও পর্যটনের সুযোগ বাড়ে।
‘ক্যাপাসিটি বিল্ডিং ফর সার্ভিস প্রোভাইডার্স’, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফেসিলিটেটর (আইআইটিএফ),’ ‘পর্যটন মিত্র’, ‘পর্যটন দিদি’র মতো সক্ষমতা বর্ধন, দক্ষতা বৃদ্ধির ওপর নজর দেওয়ার উদ্যোগের মাধ্যমে সার্বিক গুণমান এবং পর্যটকদের অভিজ্ঞতা বৃদ্ধি।
লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AP/NS…
(Release ID: 2149311)