প্রতিরক্ষামন্ত্রক
যোধপুরে বোল্ড কুরুক্ষেত্র ২০২৫ মহড়া ভারত ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে
Posted On:
27 JUL 2025 1:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুলাই, ২০২৫
ভারত ও সিঙ্গাপুরের চতুর্দশ যৌথ সামরিক মহড়া ‘বোল্ড কুরুক্ষেত্র ২০২৫’, ৪ অগাস্ট পর্যন্ত যোধপুরে অনুষ্ঠিত হবে। এই মহড়ায় সিঙ্গাপুর আর্মার্ড ব্রিগেডের (৪) ৪২ তম রেজিমেন্ট এবং ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অংশ নিয়েছে। যুদ্ধের সময়ে যন্ত্রের ব্যবহারকে কম্পিউটারের সাহায্যে পরিচালনা এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। রাষ্ট্রসঙ্ঘের নিয়ম অনুসারে দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণ বৃদ্ধি করাও এর আরেকটি লক্ষ্য।
মহড়ায় কর্ণেল অর্জুন গণপতির নেতৃত্বে ভারতীয় দল এবং লেফটেন্যান্ট কর্ণেল খিউ ঝি ইয়ং-এর নেতৃত্বে সিঙ্গাপুর সেনা বাহিনীর দলটি অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে দুদেশের বাহিনীর মধ্যে কৌশলগত স্তরে সহযোগিতা বৃদ্ধি পাবে।
SC/CB/SKD
(Release ID: 2149253)