বস্ত্রমন্ত্রক
তাঁতক্ষেত্রে মহিলাদের কাজের পরিবেশ ও উপার্জন নিয়ে সমীক্ষা
Posted On:
25 JUL 2025 1:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৫
চতুর্থ সর্বভারতীয় তাঁত সমীক্ষা ২০১৯-২০ অনুযায়ী দেশজুড়ে মোট ৩৫,২২,৫১২ জন তাঁতশিল্পী রয়েছেন। এঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মহিলা যাঁদের সংখ্যা ২৫,৪৬,২৮৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের তাঁত কর্মীর সংখ্যা ৪৯৪।
পশ্চিমবঙ্গে তাঁতশিল্পে মহিলাদের সংখ্যা ৩,৬৮,৮৬৪ জন এবং পুরুষদের সংখ্যা ২,৬২,৫৫৫।
তাঁতক্ষেত্রে মহিলাদের কাজের পরিবেশ এবং উপার্জনের দিক নিয়ে একটি সমীক্ষা সরকারের তরফে করানো হয়। স্বাধীন তৃতীয় সংস্থাকে দিয়ে এর সামগ্রিক মূল্যায়ন করা হয়। নিয়মিত হস্তক্ষেপের ফলে উপার্জন, কাজের দিনের সংখ্যা এবং কাজের পরিবেশের পরিবর্তন ঘটেছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং একথা জানিয়েছেন।
SC/AB/DM
(Release ID: 2148478)