আইনওবিচারমন্ত্রক
সুপ্রিম কোর্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
Posted On:
25 JUL 2025 3:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২৫
ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী মামলা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মামলাগুলির প্রতিলিপি পাওয়া যেতে পারে।
ভারতের সুপ্রিম কোর্ট ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-এর সঙ্গে সহযোগিতায় রায়গুলি ইংরেজি থেকে ১৮টি ভাষায় অনুবাদ করছে এআই-এর সাহায্যে। এই ভাষাগুলি হল- বাংলা, অহমিয়া, গারো, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মিরী, খাসি, কোঙ্কনী, মালয়ালি, মারাঠি, নেপালী, ওড়িয়া, পাঞ্জাবী, সাঁওতালি, তামিল, তেলেগু ও উর্দু। ভারতের সুপ্রিম কোর্টের ইএসসিআর পোর্টালের সাহায্যে এই মামলাগুলি পাওয়া যেতে পারে।
ভারতের সুপ্রিম কোর্ট আইআইটি মাদ্রাজের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ত্রুটি শনাক্তকরণের জন্য ইলেক্ট্রনিক ফাইলিং সফ্টওয়্যারের সঙ্গে সমন্বিত এআই ও এমএল ভিত্তিক সরঞ্জামগুলি তৈরি করেছে। সম্প্রতি ২০০ জন অ্যাডভোকেট অন রেকর্ডকে প্রোটো টাইপের অ্যাক্সেস দেওয়া হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আইন ও বিচার মন্ত্রক এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য জানান।
SC/PM/NS….
(Release ID: 2148474)