আদিবাসীবিষয়কমন্ত্রক
আদিবাসী উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ
Posted On:
23 JUL 2025 4:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৫
শ্রী সন্দীপ কুমার পাঠকের এক প্রশ্নের উত্তরে আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে রাজ্যসভায় জানিয়েছেন, তপশিলি জাতিভুক্তদের উন্নয়নে সরকার তপশিলি জাতি উন্নয়ন কর্ম পরিকল্পনা রূপায়িত করছে। আদিবাসী বিষয়ক মন্ত্রক ছাড়াও ৪১টি মন্ত্রক/দপ্তর তাদের মোট প্রকল্প ব্যয়ের কিছুটা অংশ এই কর্ম পরিকল্পনায় বরাদ্দ করছে। প্রকল্পের মধ্যে রয়েছে – শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ, সড়ক, আবাসন, বৈদ্যুতিকীকরণ, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন প্রভৃতি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের লিঙ্কগুলিতে পাওয়া যাবে :
https://www.indiabudget.gov.in/budget2024-25/doc/eb/stat10b.pdf
https://www.indiabudget.gov.in/budget2023-24/doc/eb/stat10b.pdf
https://www.indiabudget.gov.in/budget2022-23/doc/eb/stat10b.pdf
https://www.indiabudget.gov.in/budget2021-22/doc/eb/stat10b.pdf
http://https://www.indiabudget.gov.in/budget2020-21/doc/eb/stat10b.pdf
আদিবাসী বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে একটি অনলাইন নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছে। https://stcmis.gov.in এই লিঙ্কে অনলাইনে তহবিল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মোট অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্যগুলিকেও সুনির্দিষ্ট অর্থ তহবিলে দিতে হবে। এই অর্থ ব্যয় সংক্রান্ত বিস্তারিত তথ্য https://statetsp.tribal.gov.in-এ পাওয়া যাবে।
আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের উন্নত শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি। এ পর্যন্ত ৭২৮টি বিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয়েছে এবং দেশজুড়ে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩৩৬ জন।
SC/MP/DM
(Release ID: 2147725)