কৃষিমন্ত্রক
পিএম-কিষাণ প্রকল্পে যোগ্যতার মানদণ্ড
Posted On:
22 JUL 2025 6:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পিএম-কিষাণ প্রকল্পের সূচনা করেন। যেসব কৃষকের চাষযোগ্য জমি রয়েছে তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্যই এই প্রকল্প। এক্ষেত্রে ওই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবে। বছরে তিনবার সমহারে মোট ৬ হাজার টাকা কৃষক পাবেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনার পর ১৯টি কিস্তিতে কৃষকদের মোট ৩ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা বিতরণ করেছে। এবছরের ২৪ ফেব্রুয়ারি ১৯তম কিস্তিতে ১০ কোটিরও বেশি সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৩ হাজার কোটি টাকার বেশি অর্থ প্রদান করা হয়েছে।
এই প্রকল্পে যাতে যোগ্য কৃষকদের সকলেই অন্তর্ভুক্ত হন তা নিশ্চিত করতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। একাজে রাজ্য সরকারগুলির সহায়তা নেওয়া হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে যোগ্য কৃষকদের কেউ যাতে বাদ না পরেন তা নিশ্চিত করা হয়েছে। সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় পিএম-কিষাণ প্রকল্পে সম্প্রতি ২৫ লক্ষ যোগ্য কৃষকের নাম যুক্ত করা হয়েছে। পিএম-কিষাণ পোর্টালে ‘ফার্মার্স কর্নার’ বিভাগে কৃষকদের জন্য যেসব সুযোগ সুবিধাগুলি রয়েছে সেবিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। এবিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয়ভাবে জন অভিযোগ সংক্রান্ত সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভানস রিডরেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে তা জানাতে হবে।
যেহেতু এটি বৃহৎ এক প্রকল্প, তাই কৃত্রিম মেধার সাহায্যে পরিচালিত চ্যাটবক্সে সাধারণ কিছু প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিষাণ মিত্র নামে এই চ্যাটবক্সটি বাংলা, হিন্দি, ইংরেজি সহ মোট ১১টি ভাষায় নানা প্রশ্নের উত্তর দেয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।
SC/CB/SKD
(Release ID: 2147274)