প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ভাইজাগে এই প্রথম দেশীয় নকশায় তৈরি ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে

Posted On: 18 JUL 2025 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০২৫

 

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠের উপস্থিতিতে আজ বিশাখাপত্তনমে প্রথম দেশীয় নকশায় তৈরি ডাইভিং সাপোর্ট ভেসেল 'আইএনএস নিস্তার' ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড যে দুটি এ ধরণের জলযান নির্মাণ করছে তার মধ্যে এটি প্রথম। গভীর সমুদ্রে জলের নীচ দিয়ে চলাচল এবং উদ্ধারকাজ পরিচালনা করতে পারবে এই জলযান। নৌবাহিনীতে এই জলযানের অন্তর্ভুক্তিতে, বিশ্বে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা প্রতিফলিত হয়েছে।

ভাষণে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, দেশীয় উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকতার সঙ্গে যেভাবে যুদ্ধ জাহাজ নির্মাণ করছে নৌবাহিনী, এতে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের নিরন্তর বিস্তার ঘটছে। এই উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানান তিনি। ভারতীয় নৌবাহিনীতে 'আইএনএস নিস্তার'-এর অন্তর্ভুক্তি দেশের নৌবাহিনীর ভূমিকাকে আরও শক্তিশালী করে তুলেছে বলে তিনি জানান। শ্রী সঞ্জয় শেঠ বলেন, দেশীয়ভাবে জাহাজ নির্মাণ শিল্প সরকারের ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অন্যতম স্তম্ভ। বর্তমানে ৫৭টি নতুন যুদ্ধ জাহাজ দেশীয়ভাবে নির্মিত হচ্ছে বলে তিনি জানান।

শ্রী সঞ্জয় শেঠ সশস্ত্র বাহিনীর দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে বলেন, ভারত প্রতিপক্ষের যে কোনও ধরণের দুঃসাহসিক কাজ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ। 'আইএনএস নিস্তার'-এর অন্তর্ভুক্তিকে একটি প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত বাহিনী গঠনের লক্ষ্যে ভারতীয় জাহাজ নির্মাণ ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন তিনি।

অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন,  'আইএনএস নিস্তার' কেবলমাত্র একটি সম্পদ নয়, বরং এটি অভিযানে সক্ষম একটি গুরুত্বপূর্ণ জলযান। 'নিস্তার' ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের জন্যও ডুবোজাহাজ থেকে উদ্ধারকাজে সাহায্য করবে। নৌবাহিনীতে নিস্তারের অন্তর্ভুক্তি সামুদ্রিক শিল্পক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতা তুলে ধরেছে এবং আত্মনির্ভর ভারতের আরও একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে এসেছে বলে তিনি জানান।

আইএনএস নিস্তার অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত। এটি ৩০০ মিটার গভীরতা পর্যন্ত জলের নীচে উদ্ধারকাজ পরিচালনা করতে পারবে। এমনকি ডুবোজাহাজ থেকে কর্মীদের উদ্ধারও করতে পারবে। ভারতীয় নৌবাহিনীর ১১৮ মিটার লম্বা এই জলযান  ১০,০০০ টন পণ্য পরিবহণে সক্ষম। এদিনের এই অনুষ্ঠানে নৌবাহিনীর অন্যান্য শীর্ষ আধিকারিক এবং হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।    


SC/SS/NS


(Release ID: 2145850)