প্রতিরক্ষামন্ত্রক
পৃথ্বী-২ এবং অগ্নি-১ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল
Posted On:
17 JUL 2025 9:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৫
স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এবং অগ্নি-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ১৭ জুলাই এগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এতে পরিচালনগত ও কারিগরি বিভিন্ন দিক সফল প্রতিপন্ন হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়।
SC/AB/SB
(Release ID: 2145729)