নির্বাচনকমিশন
মাত্র ৬.৮৬% ভোটারের ফর্ম ভর্তি বাকি রয়েছে, আরও ৯ দিন সময় রয়েছে
Posted On:
16 JUL 2025 8:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জুলাই ২০২৫
বিহারে মোট ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের মধ্যে এপর্যন্ত (২৪ জুন, ২০২৫ পর্যন্ত) ৬,৯৯,৯২,৯২৬ জনের কাছ থেকে ভোটার ফর্ম গৃহীত হয়েছে। শতাংশের হিসেবে ৮৮.৬৫%। ৩৫,৬৯,৪৩৫ জন ভোটারের ঠিকানা পাওয়া যায়নি। মাত্র ৫৪,০৭,৪৮৩ জন অর্থাৎ ৬.৮৫% ভোটারের ফর্ম পাওয়া বাকি রয়েছে।
১ অগাস্ট ২০২৫-এ প্রকাশিত ভোটার তালিকার খসড়া থেকে এই তথ্য পাওয়া গেছে। ECINet অ্যাপ বা https://voters.eci.gov.in লিঙ্ক থেকে ভোটাররা এই সংক্রান্ত তথ্যাদি জানতে পারবেন।
কোনও ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেই লক্ষ্যে বিহারের ২৬১টি পুরসভার ৫,৬৮৩টি ওয়ার্ডের সবকটিতেই বিশেষ শিবির বসানো হচ্ছে। যাঁরা বিহারের বাইরে রয়েছেন, তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে ECINet অ্যাপ বা https://voters.eci.gov.in লিঙ্কে গিয়ে ভোটার ফর্ম ভর্তি করতে পারবেন।
SC/MP/AS
(Release ID: 2145456)