প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারত : ডিআরডিও এবং এইমস বিবিনগরের যৌথ উদ্যোগে ব্যয়সাশ্রয়ী কার্বন ফাইবারের কৃত্রিম পা তৈরি হল ভারতে

Posted On: 15 JUL 2025 12:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই ২০২৫

 

ডিআরডিও এবং এইমস বিবিনগরের যৌথ উদ্যোগে ব্যয়সাশ্রয়ী কার্বন ফাইবারের কৃত্রিম পা তৈরি হল ভারতে। এই বিষয়টি ‘মেক ইন ইন্ডিয়া’ ও আত্মনির্ভর ভারত কর্মসূচির সাফল্যের এক বড় অধ্যায়। এইমস বিবিনগরে এক অনুষ্ঠানে এই কৃত্রিম অঙ্গ প্রথম প্রকাশ্যে আনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী এবং ডিআরডিও-র ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির অধিকর্তা ডঃ জি এস শ্রীনিবাস মূর্তি এবং এইমস বিবিনগরের কার্যনির্বাহী অধিকর্তা ডঃ অহন্থেম শান্তা সিং।

এই কৃত্রিম পা ১২৫ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। বিভিন্ন ওজনের মানুষের জন্য তিনটি মাপে এই কৃত্রিম অঙ্গ পাওয়া যাবে। উৎকর্ষমানের ক্ষেত্রে তা আন্তর্জাতিক স্তরের। 

এই ধরনের আমদানি হওয়া কৃত্রিম অঙ্গের দাম যেখানে ২ লক্ষ টাকা, সেখানে দেশে তৈরি প্রকরণটি পাওয়া যাবে মাত্র ২০ হাজার টাকায়। 

 

SC/AC/DM


(Release ID: 2144835) Visitor Counter : 5