নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিহারে ৭,৮৯,৬৯,৮৪৪ ভোটারের মধ্যে ৬,৬০,৬৭,২০৮ জনের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, গণনা ফর্ম জমা শেষের আর ১১ দিন বাকি

Posted On: 14 JUL 2025 6:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুলাই , ২০২৫

 

বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনে গণনা ফর্ম জমা শেষের আর ১১ দিন বাকি। বুথ স্তরের আধিকারিকদের দু-দফায় বাড়ি বাড়ি ঘুরে এই গণনা ফর্ম সংগ্রহের ক্ষেত্রে ৭,৮৯,৬৯,৮৪৪ ভোটারের মধ্যে ৬,৬০,৬৭,২০৮ জনের ফর্ম সংগ্রহ করা গেছে, যা ৮৩.৬৬ শতাংশ। এপর্যন্ত দেখা গেছে ১.৬৯ শতাংশ ভোটার প্রয়াত। ২.২ শতাংশ স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে এবং ০.৭৩ শতাংশ ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত হয়েছে। যা গতি প্রকৃতি তাতে ১১.৮২ শতাংশ ভোটারের গণনা ফর্ম এখনও জমা দেওয়া বাকি। তারা নথিপত্র সহ গণনা ফর্ম জমার জন্য সময় চেয়েছেন। 

বৈধ কোনো ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। প্রায় ১ লক্ষ বুথ স্তরের আধিকারিক তৃতীয় দফায় দরজায় দরজায় ঘুরে গণনা ফর্ম সংগ্রহের কাজ শীঘ্রই শুরু করবেন। তাদের এই প্রয়াসে সঙ্গ দেবেন সমস্ত রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত ১.৫ লক্ষ বুথ স্তরের এজেন্ট। এদের প্রত্যেকে প্রতিদিন ৫০ টি করে গণনা ফর্ম জমা করবেন। বৈধ কোনও ভোটারের নাম যাতে কোনও অবস্থায় বাদ না পড়ে সেদিকে তাকিয়ে বিহারে শহরভিত্তিক ২৬১ টি পৌরসংস্থার ৫,৬৮৩টি ওয়ার্ডে বিশেষ শিবির খোলা হচ্ছে। 

যে সমস্ত ভোটাররা অস্থায়ীভাবে রাজ্যের বাইরে গেছেন, খবরের কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে অথবা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। এই সব ভোটারদের নাম সম্বলিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পয়লা আগষ্ট ২০২৫। ভোটারদের সুবিধার্থে টেলিফোন নম্বর উল্লেখ করে অনলাইন তারা যাতে গণনা ফর্ম পূরণ করতে পারেন সেক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ চালু হয়েছে। এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in. এর মাধ্যমে গণনা ফর্ম জমা করা যাবে। ভোটাররা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে বুথ স্তরের আধিকারিক সহ নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। 
নথিপত্র সহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াকে দ্রুত করতে ইসিআই নেট উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ক্ষেত্রভিত্তিক নির্বাচন কর্মীরা আজ সন্ধ্যে ৬ টা পর্যন্ত ৫.৭৪ কোটি গণনা ফর্ম আপলোড করেছেন। যোগ্য ভোটারদের প্রমাণ পত্রগুলি এইআরও,ইআরও এবং ডিইও মারফৎ দ্রুত মূল্যায়ণে ইসিআই নেট বিশেষ সাড়া ফেলেছে।    

 

SC/AB /SG


(Release ID: 2144800)