নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে “ট্রেড ওয়াচ কোয়ার্টারলি”র তৃতীয় সংস্করণ প্রকাশ করল নীতি আয়োগ

Posted On: 14 JUL 2025 2:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৫ 

 

নতুন দিল্লিতে আজ ২০২৫ অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিক (অক্টোবর – ডিসেম্বর) – এর ট্রেড ওয়াচ কোয়ার্টারলির সংস্করণটি প্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য ডঃ অরবিন্দ ভীরমানি।
ঐ ত্রৈমাসিকে বাণিজ্য ক্ষেত্রে ভারতের অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক কাঠামোয় পরিবর্তনের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যে ও ভারতের রপ্তানী ক্ষেত্রে তার প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। 
অক্টোবর – ডিসেম্বর, ২০২৪ ত্রৈমাসিকে ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান মোটামুটি সুস্থিত ছিল। ঐ সময়ে রপ্তানী বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ শতাংশে (পৌঁছেছে ১০৮.৭ বিলিয়ণ ডলারে)। আমদানী বেড়েছে ৬.৫ শতাংশ (দাঁড়িয়েছে ১৮৭.৫ বিলিয়ন ডলার)। পরিষেবা ক্ষেত্রে রপ্তানী বেড়েছে ১৭ শতাংশ। এই ক্ষেত্রে ঘাটতি মুছে গিয়ে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৫২.৩ বিলিয়ন ডলার। রপ্তানী পণ্যের বিন্যাস মোটামুটি অপরিবর্তিত রয়েছে। তবে, এই পণ্যগুলির তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে বিমান ও মহাকাশযান। এইসব পণ্যের ক্ষেত্রে বছর – বছর ভিত্তিতে রপ্তানী ২০০ শতাংশ বেড়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, ভারত রপ্তানীকারক দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে এসেছে। ২০২৪ – এ ডিজিটাল মাধ্যমে প্রেরিত পরিষেবা রপ্তানীর পরিমাণ দাঁড়ায় ২৬৯ বিলিয়ন ডলার। অত্যাধুনিক প্রযুক্তি সরঞ্জাম রপ্তানীর পরিমাণও ২০১৪’র পর বেড়ে চলেছে। এক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র/গোলাবারুদ – বার্ষিক যৌগিক বৃদ্ধির হার ১০.৬ শতাংশ। 
মার্কিন যুক্তরাষ্ট্রের বিবর্তনশীল শুল্ক কাঠামোর প্রেক্ষিতে ভারতের রপ্তানীর অভিমুখ প্রসঙ্গে বলা হয়েছে, বড় প্রতিযোগী পক্ষগুলির তুলনায় শুল্ক সংক্রান্ত ক্ষেত্রে ভারতের সুবিধাজনক অবস্থান মার্কিন বাজারে ভারতীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলবে। ওষুধপত্র, বস্ত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রভৃতি পণ্যের ক্ষেত্রে এই বিষয়টি বেশি প্রযোজ্য। বিবর্তনশীল বিশ্ব বাণিজ্য চালচিত্রের সুবিধা নিতে সময়ের দাবি অনুযায়ী নীতি প্রণয়নে তৎপরতা জরুরি। 
অনুষ্ঠানে ডঃ ভীরমানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষিতে ভারত উদ্ভাবনা ও কৌশলগত পদক্ষেপকে হাতিয়ার করে আন্তর্জাতিক বাণিজ্যিক কর্মকান্ডে নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে। এই সংস্করণটি নীতি প্রণেতা, শিল্প মহল এবং শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত গবেষকদের পক্ষে বিশেষ সহায়ক বলে তিনি মন্তব্য করেছেন। 
এই সংস্করণটি জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.niti.gov.in/sites/default/files/2025-07/Trade-Watch-Quarterly.pdf

 

 

SC/AC/SB…


(Release ID: 2144593)
Read this release in: Tamil , English , Urdu , Hindi