সংস্কৃতিমন্ত্রক
ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ভারতে ৪৪তম স্বীকৃতি মারাঠা সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাপনার দৃশ্যপট
Posted On:
11 JUL 2025 10:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুলাই ২০২৫
বিশ্বের ঐতিহ্যবাহী স্থান নির্ধারণ করার কমিটি তার ৪৭তম অধিবেশনে এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২৪-২৫ সময়কালে এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য 'ভারতে মারাঠা সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাপনার দৃশ্যপট'-কে স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়। বৈঠকে ভারতের ৪৪তম ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত স্থাপত্যের বৈচিত্র্যময় নিদর্শন, আঞ্চলিক পরিচিতি এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
ভারতের এই সাফল্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ সকলকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতে মারাঠা সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাপনার দৃশ্যপট
মারাঠা সম্রাজ্যে এই ১২টি দুর্গ প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং অনবদ্য স্থাপত্যের নিদর্শন। ২০২৪-এর জানুয়ারি মাসে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এই দুর্গগুলিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়। এর আগে আইসিওএমওএস মিশনের সদস্যরা, উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে এই ১২টি দুর্গ ঘুরে দেখেন। ১৮ মাস ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলাপ-আলোচনা করেন। মহারাষ্ট্রের শালহের, শিবনেরি, লোহগড়, খান্ডেরি, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, সুবর্ণদুর্গ, পানহালা, বিজয়দুর্গ ও সিন্ধুদুর্গ এবং তামিলনাড়ুর জিন্জি ফোর্ট এই তালিকায় অন্তর্ভুক্ত। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ শিবনেরি, লোহগড়, রায়গড়, সুবর্ণদুর্গ, বিজয়দুর্গ, সিন্ধুদুর্গ, পানহালা এবং জিন্জি ফোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। মহারাষ্ট্র সরকারের পুরাতত্ত্ব ও সংগ্রহশালার নির্দেশালয় শালহের, রাজগড়, খান্ডেরি এবং প্রতাপগড়দুর্গের রক্ষণাবেক্ষণ ও দায়িত্বে রয়েছে।
এই দুর্গগুলির অবস্থান থেকে বোঝা যায় সে সময় প্রতিরক্ষা পরিকল্পনা কত নিপুণ ছিল। একত্রে এই দুর্গগুলি একটি শক্তিশালী সামরিক ব্যবস্থাপনা গড়ে তোলে। শালহের, শিবনেরি, লোহগড়, রায়গড়, রাজগড় এবং জিন্জি ফোর্ট পাহাড়ে অবস্থিত হওয়ায় এইগুলিকে পার্বত্য দুর্গ হিসেবে চিহ্নিত করা হয়। ঘন জঙ্গলের মধ্যে প্রতাপগড় দুর্গ থাকায় এটিকে অরণ্যে আবৃত পার্বত্য দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। পানহালা পার্বত্য উপত্যকায় অবস্থিত। বিজয়দুর্গ উপকূলবর্তী অঞ্চলে। খান্ডেরি, সুবর্ণদুর্গ এবং সিন্ধুদুর্গ সমুদ্রের মধ্যে থাকায় এগুলিকে দ্বীপদুর্গ বলা হয়।
বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংক্রান্ত কমিটির ৪৭তম অধিবেশন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণকারী ২০ দেশের মধ্যে ১৮টি দেশ ভারতের প্রস্তাবে সমর্থন জানায়। ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান ও পরামর্শদাতা কমিটি ভারতকে এই অন্তর্ভুক্তির জন্য অভিনন্দন জানায়। ভারতে যত সংখ্যক স্থান ইউনেস্কোর এই স্বীকৃতি পেয়েছে, সেই সংখ্যার বিচারে ভারতের স্থান ষষ্ঠ। এশিয়- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে ভারতের স্থান দ্বিতীয়। ভারত এই তালিকায় আরও ৬২টি স্থানকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হিয়েছে। প্রতি বছর কমিটি প্রত্যেক দেশের থেকে মাত্র একটি স্থানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে।
SC/CB/AS
(Release ID: 2144186)