মানবসম্পদবিকাশমন্ত্রক
উপাচার্যরাই ভারতের বৌদ্ধিক ভবিষ্যতের দীপ্তিবাহক : ডঃ সুকান্ত মজুমদার
Posted On:
11 JUL 2025 2:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুলাই, ২০২৫
শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে গুজরাটের কেভাদিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যদের ২ দিনের এক সম্মেলনের আয়োজন করা হয়। ১০ এবং ১১ জুলাই এই সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, মন্ত্রকের পদস্থ আধিকারিকবৃন্দ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা উপস্থিত ছিলেন।
ডঃ সুকান্ত মজুমদার সমাপ্তি অধিবেশনে বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ ভারতীয় শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামুখী গড়ে তুলতে এক দূরদর্শী ভবিষ্যৎ বান্ধব সংস্কারের লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, উচ্চশিক্ষায় মহিলাদের যোগদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫-তে উচ্চশিক্ষায় মেয়েদের সংখ্যা যেখানে ছিল এক কোটি ৫৭ লক্ষ, তা ২০২১-২২-এ ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৭ লক্ষতে দাঁড়িয়েছে। স্বয়ম জাতীয় পোর্টালের মাধ্যমে প্রযুক্তিকে শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডঃ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব জাতীয় শিক্ষানীতি ২০২০ কেবল এক সংস্কার নয়, বরং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এক রেনেসাঁ। ভারতীয় সভ্যতার মূল ভাবাদর্শে প্রথিত হয়েও এই শিক্ষানীতি, প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্বমানের ভাবনায় চালিত হওয়ার প্রেরণা জোগাচ্ছে। তিনি জাতীয় শিক্ষানীতির প্রসারে বিশ্ববিদ্যালয়ের পরিমন্ডলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রকে আরও বেশি করে যুক্ত করার আহ্বান জানিয়েছেন।
সমাপ্তি অধিবেশনে মন্ত্রকের সচিব ডঃ বিনীত যোশী বলেন, ভারতীয় জ্ঞান ব্যবস্থা এবং ভারতীয় ভাষাসমূহ কেবল সাংস্কৃতিক পরম্পরা নয়, তা শিক্ষা ক্ষেত্রে সামর্থ্য ও পরিচিতির এক অভিন্ন সূত্র।
বিকশিত ভারত ২০৪৭-এ কৌশলগত ক্ষেত্র রচনার পথকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি পরবর্তী আলোচনার জন্য কৌশল পত্র তৈরি করবে। এই সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হল উপাচার্যরা জাতীয় শিক্ষানীতির মূল ভিত্তিগুলি নিয়ে আলোচনা করেছেন। প্রতিষ্ঠানগত পরিচালনা, শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবন, ডিজিটাল শিক্ষা, গবেষণার উৎকর্ষ এবং বৈশ্বিক সংযোগ গড়ে তুলতে সুযোগ, সমতা, গুণগতমান, সাশ্রয়ী শিক্ষা এবং বিশ্বাসযোগ্যতার ওপর আলোকপাত করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, অসম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ইগনু, নালন্দা বিশ্ববিদ্যালয়, কাশ্মীরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, টাটা ইন্সস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস প্রভৃতির যোগদান ভারতের শিক্ষা পরিমন্ডলের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরেছে এবং নানা প্রাতিষ্ঠানিক বক্তব্য এতে প্রকাশ পেয়েছে।
SC/AB/SG
(Release ID: 2144057)