প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে আটকে পড়া মার্কিন ভেসেল থেকে ২ ক্রু সদস্যকে উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর

Posted On: 11 JUL 2025 11:21AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জুলাই, ২০২৫


ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্টের দক্ষিণ পশ্চিমে উত্তাল সমুদ্রে আটকে পড়া এক মার্কিন ভেসেল থেকে ২ ক্রু সদস্যকে উদ্ধার করেছে। সি এঞ্জেল নামে এই ভেসেলটি ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্র বক্ষে চরম বিপর্যয়ের মুখে পড়ে। তার একেবারে ছত্রভঙ্গ অবস্থা হয়ে দাঁড়ায়। 
বিপদ সংকেত পেয়েই এমআরসিসি পোর্টব্লেয়ারে সমস্ত বাণিজ্য জাহাজগুলিকে সামুদ্রিক অবস্থা সম্পর্কে সতর্ক করে দেয় এবং তারা উদ্ধার কাজে নেমে পড়ে। সেইসঙ্গে রাজবীর নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ থেকে আটকে পড়া ক্রু সদস্যের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঠিক অবস্থান জানার চেষ্টা চালানো হয়। প্রবল ঝড় - ঝঞ্ঝা সত্ত্বেও আটকে পড়া মার্কিন ভেসেলের ক্রু সদস্যদের শারীরিক কোনও ক্ষতি হয়নি। আজ সকালে ভেসেলটিকে ক্যাম্বেল বে বন্দরে নিয়ে আসা হয়েছে।   

 

SC/AB/SG


(Release ID: 2144014)