সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভগবান বুদ্ধের প্রথম বাণীকে সম্মান জানাতে সারনাথে পরম শ্রদ্ধায় আষাঢ় পূর্ণিমা উদযাপিত

Posted On: 10 JUL 2025 8:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৫


সংস্কৃতি মন্ত্রক এবং মহাবোধি সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বৌদ্ধ সঙ্ঘ (আইবিসি) সারনাথের ঐতিহাসিক স্থলে পরম শ্রদ্ধায় আষাঢ় পূর্ণিমা উদযাপন করেছে। এই স্থলে ভগবান বুদ্ধের প্রথম বাণীর প্রতি সম্মান জ্ঞাপন করতে দিনটি ধম্মচক্র প্রবর্তন দিবস হিসেবে অনুষ্ঠিত হয়। 

মূলাগন্ধ কুটি বিহারে এই উদযাপন অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী, পণ্ডিত এবং ভক্তরা যোগ দেন। বর্ষাবাসের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষাবাস হল প্রথাগতভাবে একটি ঋতুর প্রতীক, যখন আধ্যাত্মিক অনুশীলন, অনুধ্যান, নিয়মচর্চার মধ্যে দিয়ে কাটে। 

ধামিক স্তূপ পরিক্রমার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ন্যাসী, প্রব্রাজিকা এবং ভক্তরা মৌনভাবে এই পরিক্রমায় যোগ দেন। অস্তমিত সূর্যের আভায় রাঙায়িত স্তূপটি ভগবান বুদ্ধের শিক্ষা চিরন্তন অনুরণনের এক সাক্ষ্য স্বরূপ হয়ে দাঁড়ায়।      

মূলাগন্ধ কুটি বিহারের দায়িত্বপ্রাপ্ত সুম্মিতানন্দ থেরো  সমাবেশে বলেন, সারনাথের পবিত্র এই পীঠস্থান শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মের আলোকশিখা বয়ে নিয়ে চলেছে। 

ভিয়েতনামের প্রব্রাজিকা দিউ ত্রি বলেন, ভগবান বুদ্ধের সংরক্ষিত স্মৃতিচিহ্ন ভিয়েতনামে প্রদর্শনে বিপুল সাড়া পড়ে। সেখানকার ৯টি শহরে তা পরিক্রমায় প্রায় এক কোটি ৭৮ লক্ষ ভক্ত শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন। 
সারনাথে আষাঢ় পূর্ণিমা উদযাপনে ভগবান বুদ্ধের চিরন্তন শিক্ষা আরও একবার ধ্বনিত হয়। জ্ঞান, ভালবাসা এবং সহাবস্থানের পথ অনুসরণের জন্য বিশ্বকে তা আমন্ত্রণ জানায়। 
 

 
SC/AB/SG


(Release ID: 2143983) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Marathi