শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৪ হাজার শতাংশ অর্জন করেছে : কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল

Posted On: 10 JUL 2025 3:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৫


কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুধ গোয়েল আজ নতুন দিল্লিতে একাদশ ইন্ডিয়া এনার্জি স্টোরেজ উইক (আইইএসডাবলু) ২০২৫-এ জানান, ভারতে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৪ হাজার শতাংশ অর্জিত হয়েছে। বর্তমানে দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের পরিমাণ ২২৭ গিগাওয়াট। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারতই সম্ভবত প্রথম দেশ, যে দেশ প্যারিস চুক্তির সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করছে।  

শ্রী গোয়েল জম্মু-কাশ্মীরে ‘পল্লী’ গ্রামের উদাহরণ দেন। ভারতে এটিই প্রথম গ্রাম যেখানে কার্বন নিঃসরণের হার শূন্য। আইইএসডাবলু যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই যশোভূমিতেও সৌর শক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এখানে বর্জ্য জলকে পুনর্ব্যবহার করা হয়। গত এক দশকে ভারতে অচিরাচরিত শক্তির জন্য বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম উৎপাদনের হার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সোলার ফটোভল্টিক মডিউল উৎপাদন ৩৮ গুণ বেড়েছে। এছাড়াও সৌর শক্তিতে ব্যবহৃত ফটোভল্টিক সেলের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ২১ গুণ। পিএম সূর্যঘর যোজনার আওতায় ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে, ওই বাড়িগুলিতে বিদ্যুৎ বিল হ্রাস পাবে। পিএম কুসুম যোজনার প্রকল্পটি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রকল্পে সৌর শক্তিচালিত পাম্প ভারতের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশে অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল বা এসিসি উৎপাদনে গতি আনতে উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প চালু হয়েছে। তিনি বিদ্যুতের শক্তি সঞ্চয়ের জন্য উন্নত প্রযুক্তির উদ্ভাবনের উপর গুরুত্ব দেন। ব্যাটারি, জলবিদ্যুৎ অথবা ভূগর্ভস্থ তাপে উৎপাদিত বিদ্যুৎ - প্রতিটি ক্ষেত্রে উৎপাদিত বিদ্যুৎ-এর সাহায্যে ভবিষ্যতে ভারতের জ্বালানীর চাহিদা পুরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের সাহায্যে ভবিষ্যতে চাহিদা মেটানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।   

বিদ্যুৎ ক্ষেত্রে ভারত যাতে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারে, তার জন্য উদ্ভাবন, পরিকাঠামো উন্নয়ন, সরবরাহশৃঙ্খল উন্নত করার উপর তিনি গুরুত্ব দেন। অত্যাধুনিক ব্যাটারির মাধ্যমে জ্বালানী সঞ্চয়ের জন্য গবেষণা কাজে ভারতকে নেতৃত্ব দিতে হবে। এই লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ১ লক্ষ কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর সাহায্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা যাবে। কাঁচামাল থেকে ব্যাটারির সেল তৈরির সমস্ত উপাদানগুলি ছাড়াও সেমিকনডাকটর উৎপাদন এবং অচিরাচরিত শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে।

মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ভারত ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদন করতে পারবে বলে তিনি আশাবাদী। আইইএসডাবলু-এর অনুষ্ঠানে ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয়, বৈদ্যুতিক মাধ্যমে যান চলাচল, ব্যাটারি উৎপাদন এবং পরিবেশবান্ধব হাইড্রোজেনের ব্যবহার বৃদ্ধির বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। একাদশ আইইএসডাবলু-এর সম্মেলনে সংশ্লিষ্ট ক্ষেত্রের নীতি নির্ধারক, গবেষক এবং শিল্প সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মতবিনিময় করার সুযোগ পেয়েছেন। 

 

SC/CB/SKD


(Release ID: 2143971)