যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামীণ সমৃদ্ধির অন্যতম স্তম্ভ ডাক সেবকরা, ডাকঘরগুলি হয়ে উঠবে নাগরিক কেন্দ্র – বেঙ্গালুরুতে গ্রামীণ ডাক সেবক সম্মেলনে বললেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Posted On: 10 JUL 2025 5:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুলাই, ২০২৫ 

 

বেঙ্গালুরুতে গ্রামীণ ডাক সেবক সম্মেলনে ডাক পরিবারের ঘনিষ্ঠ সাহচর্য এবং ভারতীয় ডাক পরিষেবার ভবিষ্যৎ কর্মসূচি ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভাষণে তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারুচ থেকে ধর্মনগর – আসমুদ্র হিমাচল ১.৬৪ লক্ষ ডাকঘরে বলিয়ান ভারতীয় ডাক পরিষেবা সারা বিশ্বে অদ্বিতীয়। 
ডাক পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সাহচর্যের কথা উল্লেখ করে শ্রী সিন্ধিয়া বলেন, এই বিভাগ শুধুমাত্র একটি দপ্তর নয়, এখানে রয়েছে – নিবিড় বন্ধনের আবহ। গ্রামীণ সমৃদ্ধির অন্যতম স্তম্ভ হলেন ডাক সেবকরা, যাঁরা পল্লী অঞ্চলের প্রতিটি পরিবারের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। 
ডাক বিভাগকে আরও নাগরিক-কেন্দ্রিক করে তোলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রসঙ্গ তুলে যোগাযোগ মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় ডাকঘরগুলি ক্রমে প্রযুক্তি সমৃদ্ধ নাগরিক কেন্দ্র হয়ে উঠবে। সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে ডাক বিভাগের কর্মীদের উদ্যোগী হতে বলেন শ্রী সিন্ধিয়া।

 

SC/AC/SB


(Release ID: 2143968) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Marathi