প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক জাহাজ ‘নিস্তার’ নৌ-বাহিনীর অন্তর্ভুক্ত

Posted On: 09 JUL 2025 10:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৫ 

 

বিশাখাপত্তনমে ৮ জুলাই, ২০২৫ তারিখে দেশে তৈরি প্রথম ডাইভিং সহায়ক জাহাজ ‘নিস্তার’কে ভারতীয় নৌ-সেনার হাতে তুলে দিল হিন্দুস্তান শিপিয়ার্ড লিমিটেড। 
এই যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিংস – এর নিয়মবিধি মেনে। জলযানটি থেকে গভীর সমুদ্রে উদ্ধার কাজ এবং অন্যান্য আরও নানা বিষয়ে সম্পন্ন করা যায়। কয়েকটি মাত্র দেশের নৌ-সেনার হাতে এমন জাহাজ রয়েছে। 
জাহাজটির নাম ‘নিস্তার’ – সংস্কৃত ভাষায় যার অর্থ ‘মুক্তি’।   জাহাজটি১১৮ মিটার দৈর্ঘ্যের,ওজন প্রায় ১০ হাজার টন। সেখানে ডাইভিং – এর উপযোগী অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। সমুদ্রে ৩০০ মিটার গভীরতা পর্যন্ত ত্রাণ ও নজরদারির মতো কাজ করা সম্ভব এই জাহাজটির মাধ্যমে। জাহাজটিতে একটি ডাইভিং মঞ্চও রয়েছে, যেখান থেকে ৭৫ মিটার গভীরতা পর্যন্ত ডাইভিং সম্ভব। 
সমুদ্রের নীচে ডুবো জাহাজে থাকা কর্মীদের আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার করায় এই জাহাজ বিশেষভাবে কার্যকর হয়ে উঠবে। জাহাজটিতে থাকা দূর সংবেদনচালিত বিশেষ ছোট জলযানের মাধ্যমে ১ হাজার মিটার গভীরতা পর্যন্তও এইসব অভিযান সম্পন্ন করা যেতে পারে। 
‘নিস্তার’ – এর প্রায় ৭৫ শতাংশ যন্ত্রাংশ দেশে তৈরি। সরকারের আত্মনির্ভর ভারত এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির ক্ষেত্রে এটি একটি মাইলফলক। 

 

SC/AC/SB


(Release ID: 2143424)