স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পদ্ম সম্মান-২০২৬-এর জন্য মনোনয়নের কাজ চলবে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত

Posted On: 02 JUL 2025 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জুলাই ২০২৫

 

পদ্ম সম্মান-২০২৬-এর জন্য মনোনয়ন/সুপারিশ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে ১৫ মার্চ, ২০২৫ তারিখে, চলবে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত। প্রাপকদের নাম ঘোষণা করা হবে আগামী বছর সাধারণতন্ত্র দিবস উদযাপনের সময়। মনোনয়ন/সুপারিশ গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র অনলাইনে – রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল (https://awards.gov.in )-এ।

পদ্ম সম্মান, অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী হল দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের অন্যতম। ১৯৫৪ সালে চালু হওয়া এই পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা হয় প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের সময়। শিল্পকলা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে এই সম্মান দেওয়া হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কৃতীজনেদের বেছে নেওয়া হয় এই পুরস্কারের জন্য। চিকিৎসক ও বিজ্ঞানীরা ছাড়া, সরকারি কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো কর্মীকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না।

সরকার পদ্ম সম্মানকে “জনগণের পদ্ম”-এ রূপান্তরিত করায় দায়বদ্ধ। সেজন্য নাগরিকদের কাছে নিজের নামও সুপারিশ করার সুযোগ রয়েছে। মহিলা, দুর্বলতর শ্রেণী, তপশিলি জাতি ও উপজাতি এবং ভিন্নভাবে সক্ষমদের মধ্যে থেকে প্রাপক বেছে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সমাজের কল্যাণে নিঃস্বার্থ অবদানই এক্ষেত্রে প্রধান মাপকাঠি।

মনোনয়ন/সুপারিশপত্রে পোর্টালের নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী প্রাসঙ্গিক সব তথ্য থাকতে হবে। এরইসঙ্গে থাকতে হবে সর্বোচ্চ ৮০০ শব্দের একটি শংসাপত্র। 

এ বিষয়ে বিশদ বিবরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ‘সম্মান ও পদক’ শীর্ষক বিভাগে (https://mha.gov.in) ওয়েবসাইটে কিংবা পদ্ম সম্মান পোর্টাল  https://padmaawards.gov.in –এ যেতে হবে। যাবতীয় নিয়মবিধি লেখা রয়েছে https://padmaawards.gov.in/AboutAwards.aspx - এই ওয়েবসাইটে।

 

SC/AC/DM....


(Release ID: 2141684)