কেন্দ্রীয়মন্ত্রিসভা
কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
01 JUL 2025 3:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে (এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ – ইএলআই স্কিম) অনুমোদন দেওয়া হয়েছে। এর লক্ষ্য কর্মসংস্থানের প্রসার, বাস্তব জগতে প্রকৃত অর্থে দক্ষ হয়ে ওঠায় কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা। প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। এর আওতায় প্রথমবারের কর্মীরা এক মাসের মজুরি (১৫,০০০ পর্যন্ত) পাবেন এবং কর্মসংস্থানের প্রসারে অবদানের জন্য কর্মদাতারা ২ বছর ধরে বিশেষ সুবিধা পাবেন। উৎপাদন ক্ষেত্রের কর্মদাতারা এই সুবিধা পাবেন আরও ২ বছর। কর্মসংস্থানে গতি আনায় প্রধানমন্ত্রীর পঞ্চ কৌশলের অঙ্গ হিসেবে ২০২৪-২৫ বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে তখন ৪.১ কোটি তরুণ-তরুণীর দক্ষতায়ন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার জন্য ২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল।
মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত ইএলআই প্রকল্প বাবদ ৯৯,৪৪৬ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এর সুবাদে ২ বছরে ৩.৫ কোটিরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ১.৯২ কোটি নতুন কর্মী থাকবেন। ২০২৫-এর ১ আগস্ট থেকে ২০২৭-এর ৩১ জুলাই পর্যন্ত সময়কালে তৈরি হওয়া কাজের সুযোগের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে।
প্রকল্পটির দুটি ভাগ রয়েছে।
প্রথম ভাগটি প্রথমবারের কর্মী বিষয়ক। এর আওতায় নতুন কর্মীরা এক মাসের মজুরি হিসেবে দুটি কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত পাবেন। ইপিএফও-তে নিবন্ধিত সংস্থার ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হবে। এই সুবিধা পাবেন সেই সব কর্মীরা যাদের বেতন ১ লক্ষ টাকার মধ্যে। প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ৬ মাস কাজ করার পরে। দ্বিতীয় কিস্তির টাকা মিলবে ১২ মাস কাজ করার পরে এবং সংশ্লিষ্ট কর্মীর আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন হলে তবেই। কর্মীর সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলতে উৎসাহদান বাবদ প্রদত্ত অর্থের একটি অংশ নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হবে। পরবর্তীতে তা পেয়ে যাবেন কর্মীরা।
দ্বিতীয় ভাগটিতে নানা ক্ষেত্রে কর্মসংস্থানের প্রসারের কথা বলা হয়েছে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মীদের সাপেক্ষে কর্মদাতা বিশেষ সুবিধা পাবেন। ধারাবাহিক ভাবে ৬ মাস কর্মরত প্রতিজন অতিরিক্ত কর্মীর সাপেক্ষে ২ বছর ধরে মাসে ৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কর্মদাতাদের। উৎপাদন ক্ষেত্রের কর্মদাতাদের এই সুবিধা দেওয়া হবে তৃতীয় ও চতুর্থ বছরেও।
এই প্রকল্পের সুবিধা পেতে হলে ইপিএফও-তে নিবন্ধিত এবং ৫০-এর কম কর্মী রয়েছেন এমন সংস্থাগুলিকে অন্তত ৬ মাসের জন্য ধারাবাহিক ভিত্তিতে ২ জন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। ৫০-এর বেশি কর্মী রয়েছেন এমন সংস্থার ক্ষেত্রে অন্তত ৬ মাসের জন্য ধারাবাহিক ভিত্তিতে ন্যূনতম ৫ জন কর্মীর নিয়োগ বাধ্যতামূলক।
কর্মীর বেতন ১০,০০০ টাকা পর্যন্ত হলে উৎসাহদান প্রকল্প বাবদ কর্মদাতা ১,০০০ টাকা পর্যন্ত পাবেন। কর্মীর বেতন ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হলে কর্মদাতা পাবেন ২,০০০ টাকা। ২০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মীর ক্ষেত্রে কর্মদাতা ৩,০০০ টাকা পাবেন।
প্রকল্পের এই দ্বিতীয় প্রণালীটি সামগ্রিকভাবে আরও প্রায় ২.৬ কোটি মানুষের কর্মসংস্থানে কর্মদাতাদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি পৌঁছে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ভিত্তিক প্রদান প্রণালী মারফত। কর্মদাতাদের প্রাপ্য অর্থ সরাসরি পাঠিয়ে দেওয়া হবে প্যান-সংযুক্ত অ্যাকাউন্টে।
SC/AC/AS
(Release ID: 2141294)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam