যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের সময় সতর্কবার্তার দ্রুত প্রচারে দেশীয় সেল ব্রডকাস্টিং সিস্টেমের দেশব্যাপী পরীক্ষা

Posted On: 30 JUN 2025 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫

 

নাগরিকদের দ্রুত তথ্য সরবরাহের জন্য ভারত সরকারের দূর যোগাযোগ মন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সহযোগিতায় মোবাইলের মাধ্যমে দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থার প্রসারে সক্রিয় উদ্যোগ নিয়েছে। 

ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সি-ডটের তৈরি করা সংযুক্ত সতর্কতা ব্যবস্থার সফল প্রয়োগ ঘটিয়েছে। এটি ইন্টারন্যাশনাল টেলি-কমিউনিকেশন ইউনিয়নের অভিন্ন সতর্কতা প্রথার ওপর ভিত্তি করে প্রস্তুত হয়েছে। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা কাজ করছে। এর মাধ্যমে বিভিন্ন বিপর্যয়ের সময় জরুরি সতর্কতা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১৯টি ভারতীয় ভাষায় ৬৮৯৯ কোটিরও বেশি সতর্কবার্তা পাঠানো হয়েছে। 

সুনামি, ভূমিকম্প, বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় এবং গ্যাস লিক বা রাসায়নিক বিপদের মতো মানবসৃষ্ট বিপর্যয়ের ক্ষেত্রে এসএমএস ছাড়াও সেল ব্রডকাস্ট প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারীদের মোবাইলে সতর্কবার্তা সম্প্রচার করা হয়। ফলে এটি অতি দ্রুত তাঁদের কাছে পৌঁছে যায়। এই ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োগের দায়িত্বে রয়েছে দূরসঞ্চার বিভাগের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র সি-ডট। 

এটি প্রয়োগের আগে দেশজুড়ে এর কার্যকারিতা ও দক্ষতা পরীক্ষা করে দেখা হচ্ছে। ২-৪ সপ্তাহ ধরে এই পরীক্ষা চলবে। এই সময়ে নাগরিকদের মোবাইল সেটে ইংরাজি এবং হিন্দিতে লেখা পরীক্ষামূলক মেসেজ পাঠানো হবে। যে মোবাইল সেটগুলিতে সিবি টেস্ট চ্যানেল সক্রিয় রয়েছে, কেবল সেইগুলিতেই এই মেসেজ যাবে। এগুলি কেবলমাত্র পরীক্ষার জন্য, তাই প্রাপকের এক্ষেত্রে কোনও উত্তর দেওয়ার প্রয়োজন নেই।

পরীক্ষা সফল হলে এই ব্যবস্থা দেশজুড়ে প্রয়োগ করা হবে। বিভিন্ন ভারতীয় ভাষায় সব মোবাইলেই এই বার্তা পৌঁছবে।

দূরযোগাযোগ বিভাগ এজন্য নাগরিকদের সহযোগিতা প্রার্থনা করেছে। 

 


SC/SD/NS…. 


(Release ID: 2141214)
Read this release in: Odia , English , Urdu , Marathi , Hindi