মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত ‘আত্মনির্ভর ভারত’ ও ‘বিশ্ববন্ধু ভারত’ ভাবনাকে বাস্তবায়িত করে ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, শুভাংশু শুক্লা যে সমস্ত পরীক্ষা করবেন তা ভারতীয় প্রতিষ্ঠানগুলির দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এবং পরীক্ষাগুলি থেকে প্রাপ্ত ফলাফল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়া হবে

Posted On: 26 JUN 2025 7:15PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ জুন, ২০২৫

 

দেশের জন্য এ এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জীতেন্দ্র সিং আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর সঙ্গে ড্রাগন মহাকাশযানের সফল ডকিং-এর প্রশংসা করেছেন। এখানে ভারতীয় নভচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও অন্য তিন জন সদস্য ছিলেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’ ও  ‘বিশ্ববন্ধু ভারত’-এর ভাবনা অনুযায়ী শুভাংশু শুক্লা পরিচালিত সমস্ত পরীক্ষা-নীরিক্ষা ভারতীয় প্রতিষ্ঠানগুলির দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এবং এই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে ডঃ জিতেন্দ্র সিং জানান। তিনি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাকাশ ও পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী। তিনি অ্যাক্সিওম-৪ মিশনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “মহাকাশ অনুসন্ধানে ভারতের ভূমিকা এখন কেবলমাত্র লঞ্চ প্যাডের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা এখন মহাকাশে জীবন ও বিজ্ঞানের ভবিষ্যৎ গঠন করছি।” তিনি বলেন, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতের বিজ্ঞান ক্ষেত্র নিয়ে স্বপ্নকে মাইক্রো গ্র্যাভিটির সীমানায় নিয়ে যান। 

ভারতের শক্তিশালী বৈজ্ঞানিক ভূমিকার কথা তুলে ধরে ডঃ জিতেন্দ্র সিং বলেন, সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা ৭টি দেশীয় মাইক্রো গ্র্যাভিটির পরীক্ষা আইএসএস-এ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পরিচালনা করবেন। এখান থেকে প্রাপ্ত জ্ঞান কেবলমাত্র ভারতকে নয়, সমগ্র বিশ্বের বৈজ্ঞানিকদের ও মানবতার জন্য এক উপহারস্বরূপ হয়ে দাঁড়াবে।

ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই ৭টি প্রচেষ্টা মহাকাশ জীব বিজ্ঞানে বিশ্বনেতা হিসেবে ভারতের উত্থানকে প্রতিষ্ঠিত করবে। তিনি বলেন, “ভারত এখন আর অনুসারী নয়, আমরা এখন গ্রহের প্রাসঙ্গিকতা নিয়ে মিশনে নেতৃত্ব দিচ্ছি। এই পরীক্ষাগুলি মহাকাশে সুস্থায়ী জীবন এবং পৃথিবীতে স্থিতিস্থাপক বাস্তুতন্ত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করবে।”

 

SC/PM/NS…


(Release ID: 2140117) Visitor Counter : 2